ICAR Recruitment 2024-25: মাধ্যমিক পাশে রিসার্চ অ্যাসোসিয়েট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ

By Goutam Mondal

Published On:

Follow Us
ICAR Recruitment 2024-25: মাধ্যমিক পাশে রিসার্চ অ্যাসোসিয়েট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ

ICAR Recruitment 2024-25 : Indian Agriculture Research Institute এর তরফ থেকে প্রকাশিত হয়েছে আবারও নতুন একরি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। যেখানে আবেদন জানাতে পারবে পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্য থেকে যেকোনো যোগ্য চাকরিপ্রার্থী।

আপনারা আমাদের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত সমস্ত রকম তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেটা আপনাদের এখানে আবেদনের ক্ষেত্রে সমস্ত রকম ভাবে সাহায্য করবে। চলুন তাহলে সমস্ত বিষয়টা দেখে নেওয়া যাক –

Job Overview for ICAR Recruitment 2024-25

নিয়োগকারী সংস্থা ICAR
আবেদন শুরু গত মাসে
কত ধরনের পদ4 ধরনের পদ
মোট শূন্যপদনীচে উল্লেখিত
ইন্টারভিউ তারিখ24.01.2025

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency) :

আমরা এই প্রতিবেদনে যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করেছি সেটি প্রকাশিত হয়েছে Indian Agriculture Research Institute অর্থাৎ IARI এর তরফ থেকে।

Read More: বিভিন্ন পদে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ

Job Crireria for ICAR Recruitment 2024-25

কোন পদে নিয়োগ করা হবে (Post Name) :

ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে মোট 4 ধরনের পদে। সেগুলি হল –

  • Research Associate
  • Senior Research Fellow (SRF)
  • Project Assistant
  • Semi Skilled Support Staff

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification for ICAR Job) :

এখানে আবেদন করতে হলে চাকরি ন্যূনতম গ্রাজুয়েশন পাস থাকতে হবে প্রতিটি পদের ক্ষেত্রেই। এছাড়াও রিসার্চ অ্যাসোসিয়েট পদে আবেদন করতে হলে চাকরি পিএইচডি করে থাকতে হবে। সিনিয়র রিচার্জ ফেলো পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের পোস্ট গ্রাজুয়েট হতে হবে । প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জীবন বিজ্ঞান নিয়ে গ্রাজুয়েশন পাস থাকতে হবে । এছাড়াও সেমি স্কিলড সাপোর্ট স্টাফ পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের মাধ্যমিক পাস হলেই হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

মোট 5টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে জাতীয় কৃষি বিভাগ।

বয়স কত লাগবে (Age Criteria) :

ওপরে উল্লেখিত সমস্ত পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 30 থেকে ৪০ বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পেয়ে থাকবে।

মাসিক বেতন (Monthly Salary) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে IARI এর নির্দিষ্ট নিয়ম অনুসারে বেতন দেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন (Application Process) :

চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের সবার আগে অফিসিয়াল নোটিশ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেদিকে যাবতীয় সমস্ত তথ্য দিয়ে পূরণ করে ফেলতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর সেই ফর্ম এবং যাবতীয় সমস্ত ডকুমেন্টসকে একটি পিডিএফ বানিয়ে নিচে দেওয়া ইমেইল আইডিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

আবেদন পাঠানোর মেইল আইডি (Email I’D for Application Process) :

চাকরিপ্রার্থীদের আবেদন ফর্ম পাঠাতে হবে insectvector123@gmail.com তে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচিত করা হবে।

ইন্টারভিউ তারিখ ও সময় (Interview Date & Time) :

ইন্টারভিউ নেওয়া হবে আগামী 24.01.2025 তারিখে সকাল 10 টা থেকে।

ইন্টারভিউ স্থান (Interview Place) :

The Division of Plant Pathology,
ICAR Indian Agriculture Research Institute
New Delhi – 110012

Read More: মাধ্যমিক পাশে পোস্ট অফিসে MTS নিয়োগ

আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :

এখানে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী 24.01.2025 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশ ও অ্যাপ্লিকেশন ফর্মDownload Now
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment