Bank Holidays: ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো আগামী এপ্রিল মাসে মোট কতগুলি দিন ব্যাংক বন্ধ থাকবে। চলুন সম্পূর্ণটা বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমেই।
বেশ অনেকদিন আগে থেকেই ভারতীয় রিজার্ভ ব্যাংক মাসে ছুটি দেওয়ার ক্ষেত্রে তিনটি নিয়ম পালন করতে বলে। আর এই তিনটি নিয়ম হল – ‘Holiday Under the Negotiable Instrument Act’, ‘Holiday Under the Negotiable Instrument Act’, ‘Real Time Gross Settlement Holiday’ । এবারেও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি।
এদিকে আমাদের প্রায় প্রত্যেককেই কমবেশি প্রায়ই ব্যাংকে কিছু না কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য যেতে হয়। কিন্তু ব্যাংক ছুটির তালিকা না জেনে অনেকেই ব্যাংকে গিয়ে নানারকম বিভ্রান্তির সম্মুখীন হন। তাই কবে কবে এপ্রিল মাসে ব্যাংক খোলা থাকবে সেই বিষয়ে একটি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আগে থেকেই দেখে নেওয়া ভালো।
আর তার জন্যই আমরা এই প্রতিবেদনে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে আগামী এপ্রিল মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকছে তার সম্পূর্ণ বিস্তারিত বিষয়টি তুলে ধরে। সুতরাং দেরি না করে সম্পূর্ণ বিষয়টা অবশ্যই যতটা তাড়াতাড়ি সম্ভব দেখে নেবেন।
Read More: চিকিৎসা ব্যবস্থায় নয়া পরিবর্তন স্বাস্থ্য সাথী কার্ডের
RBI এর তরফ থেকে প্রকাশিত হলো এপ্রিল মাসে ব্যাংক ছুটির তালিকা :
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে আগামী এপ্রিল মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ হচ্ছে তার একটা সম্পূর্ণ তালিকা প্রকাশ। সেই তালিকা অনুসারে আগামী এপ্রিল মাসে মোট 14 দিন বন্ধ থাকছে ব্যাংক। ব্যাংক প্রতিষ্ঠান বা সংস্থা বন্ধ থাকলেও কোন আফসোস করার কারণ নেই। কেননা, অনলাইন ইউপিআই, নেট ব্যাঙ্কিং কিংবা এটিএম এর মাধ্যমে আপনারা খুব সহজেই নিজেদের ব্যাংকিং লেনদেন চালিয়ে যেতে পারেন। তাহলে এবার দেখে নেওয়া যাক কোন কোন দিন বন্ধ থাকছে।
মোট 14 দিন বন্ধ থাকছে এপ্রিল মাসে ব্যাংক :
আগামী এপ্রিল মাসে যে কয়েকটা দিন ব্যাংক বন্ধ থাকে তার তালিকা হলো –
- 1লা এপ্রিল – নয়া আর্থিক বছরের প্রথম দিন ও এপ্রিল ফুল ডে
- 6ই এপ্রিল – রামনবমী
- 10ই এপ্রিল – মহাবীর জয়ন্তী
- 12ই এপ্রিল – মাসের দ্বিতীয় শনিবার।
- 13ই এপ্রিল – রবিবার
- 14ই এপ্রিল – বি আর আম্বেদকর জন্মবার্ষিকী
- 15ই এপ্রিল – নববর্ষ (ইটানগর, শিমলা, আগরত, কলকাতা ও গুয়াহাটি)
- 16ই এপ্রিল – বোহাগ বিহু উৎসব
- 18ই এপ্রিল – গুড ফ্রাইডে
- 20ই এপ্রিল – রবিবার
- 21শে এপ্রি – গড়িয়া পূজা (আগরতলা)
- 26শে এপ্রিল – মাসের চতুর্থ শনিবার
- 27শে এপ্রিল – রবিবার
- 29শে এপ – পরশুরাম জয়ন্তী
- 30 এপ্রিল – অক্ষয় তৃতীয়া ও বাসভ জয়ন্তী
তাহলে জেনে নিলেন তো আগামী এপ্রিল মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকছে, সুতরাং অবশ্যই ব্যাংক খোলা আছে এমন দিনই যাবে না আপনার প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ব্যাংকের কাজটি করতে।