Hawkers will Receive Financial Assistance: এবার সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পাবে হকাররা, খুশির খবর রাজ্যে

By Sudipta Dalapati

Published On:

Follow Us
Hawkers will Receive Financial Assistance: এবার সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পাবে হকাররা, খুশির খবর রাজ্যে

Hawkers will Receive Financial Assistance: কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শহরাঞ্চলের সমস্ত হকারদের একটা সমীক্ষা করতে চলেছে খুব শীঘ্রই।যদিও রাজ্য এবং কেন্দ্রে বিভিন্ন বিষয়ে দন্ড লেগে থাকে কিন্তু এবার রাজ্য কেন্দ্রের প্রস্তাব মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে এই হকার সমীক্ষার বিষয়ে।

এই সমীক্ষাটা করার মূল লক্ষ্যই হলো যে – শহরাঞ্চলে, বিশেষ করে কলকাতা পৌরসভার মতো জায়গায় রেজিস্ট্রেশন করা হকারদের বিস্তারিত সামাজিক বিভিন্ন রকম তথ্য সরকারের কাছে লিপিবদ্ধ করা।

তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেন এতটা গুরুত্বপূর্ণ ? এছাড়াও শহরাঞ্চলের বিভিন্ন এলাকায় রাস্তার হকারদের প্রধান সমস্যাটা কি এবং আইনসম্মত হকারদের কি সুরক্ষিত করা সম্ভব হবে সরকারের তরফ থেকে ? ইত্যাদি। চিন্তা নেই, সমস্ত রকম প্রশ্নের উত্তর বিস্তারিত হবে আলোচনা করেছি। যেটা আপনারা খুব সহজে এখানে দেখে নিতে পারবেন। তাহলে বেশি দেরি না করে সম্পূর্ণ প্রতিবেদনটা ঝটপট পড়ে ফেলুন।

এই হকার সমীক্ষা দিয়ে কেন এতটা গুরুত্বপূর্ণ ?

এই সমীক্ষা করার প্রধান কারণ হচ্ছে – আইনত হকাররা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম ঋণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেটা খুঁটিয়ে দেখা। তবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের অনেক হকার এই ধরনের আর্থিক সহায়তা পেয়েছেন তবে সেই আর্থিক সহায়তা পাওয়ার সংখ্যাটা খুবই কম বর্তমানে।

শুধুমাত্র রাজধানী শহর কলকাতার বুকেই এখন হকারের সংখ্যা প্রায় 2 লক্ষ্যেরও বেশি, যার ফলে এই সমীক্ষাটি সম্পূর্ণ হলে আরো বেশি সংখ্যক হকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে বলে অনুমান করা হচ্ছে। সারা পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় সরকারের হকার ঋণ প্রকল্পে মোট 3 লক্ষ্যেরও বেশি সংখ্যক আবেদন করেছেন এবং তাদের মধ্যে প্রায় 2 লক্ষ হকার সফলভাবে এই প্রকল্পের সুবিধা পেয়ে গেছে।

Read More: Kisan Credit Card তে এবার কৃষকরা পাবেন 5 লক্ষ টাকা পর্যন্ত ঋন

কিন্তু কলকাতা শহরের বুকে এখনো পর্যন্ত 2 লক্ষ্যের বেশি হকার থাকায় , সেখানকার বেশিরভাগ হকারই এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের এই সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত হয়ে আসছেন। আর রাজ্য সরকার এই সমীক্ষা জানালে রাজ্যের সমস্ত বৈধ হকারদের পরিমাণ রাজ্য সরকারের কাছে স্পষ্ট হয়ে যাবে এবং তারা কেন্দ্র সরকারের কাছে আবেদন করতে পারবেন যাতে রাজ্যের হকাররা কেন্দ্রীয় প্রকল্পের সঠিক সুযোগ সুবিধা পেয়ে থাকে।

শহরাঞ্চলের হকারদের প্রধান সমস্যা কি ?

তবে রাজ্য সরকারের এই হকার সমীক্ষাটি হকারদের আশেপাশের সমস্যার সমাধান করবে না। কেননা শহরাঞ্চলের অনেক অংশে ফুটপাত এবং রাস্তার দখলকারীদের কারণে যানজট এবং জনসাধারণের দেখা যায়। হকাররা রাস্তা সাধারণ জনগণকে সাশ্রয়ী মূল্যের বিভিন্ন রকম পণ্য এবং পরিষেবা প্রদান করলেও রাস্তায় তাদের উপস্থিতি পথচারী, যাত্রীদের সঙ্গে বিভিন্ন রকম বিশৃঙ্খলা সঙ্গে জড়াতে হয় তাদেরকেও। ফুটপাতের জায়গা দখল করে বসে থাকে এবং যানজটের সৃষ্টি করে যার ফলে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পায়। কলকাতা পৌরসভা নির্দিষ্ট দুটো এলাকা থেকে হকারদের উচ্ছেদের প্রচেষ্টা সত্বেও, বিক্ষোভ এবং প্রতিরোধের ফলে তারা একই জায়গায় পুনর্বার ফিরে আসছে।

সরকারের নতুন নিয়মে আইনসম্মত হকাররা কি সুরক্ষিত হবে ?

এই হকার সমীক্ষার খবর চারিপাশে ছড়িয়ে পড়ার পর থেকেই প্রশ্ন হচ্ছে যে এই সমীক্ষার ফলে কি জরিপ থেকে আইনগতভাবে চিহ্নিত হকাররা কি উপকৃত হবেন ? বৈধ হকার সার্টিফিকেটধারী ঋণ পেতে পারেন না এমনকি পুনর্বাসন প্রকল্পের জন্যেও অগ্রাধিকার পেতে পারেন হকাররা।

তবে এই সমস্ত সুযোগগুলি থাকা সত্ত্বেও, উচ্ছেদ থেকে তাদের নিরাপদ থাকার কোনো নিশ্চয়তা নেই। যদিও একটি বৈধ হকার সার্টিফিকেট কিছু সুরক্ষা প্রদান করে, তবে বাস্তবতা হলো যে অনেক হকার এখনো পুলিশ হয়রানি, বিভিন্ন রকম চাঁদাবাজি এবং জোর পূর্বক অভিচ্ছদের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। অতএব সমীক্ষাটা হলেও যে বৈধ হকাররা শান্তি পাবেন সেটা কিন্তু এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে ।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment