GREF Job Recruitment 2025 : General Reserve Engineer Force এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে আবারো নতুন একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে যে, ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। যেখানে আবেদন জানাতে পারবে পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্য থেকে যে কোন যোগ্য চাকরিপ্রার্থী।
এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীরা চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের এখানে আবেদন করতে যাতে বিন্দুমাত্রও সমস্যা না হয়, মূলত তার জন্য আমরা এই প্রতিবেদনে GREF এর তরফ থেকে যে চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, তার সমস্ত রকম তথ্য আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। চলুন তাহলে সমস্ত বিষয়টা জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থা | General Reserve Engineer Force |
পোস্ট তারিখ | চলতি জানুয়ারি মাসে |
পদের নাম | Cook, Mason, Blacksmith, Mess Waiter |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
মোট শূন্যপদ | 411টি |
আবেদনের শেষ তারিখ | 24.02.2025 |
পদের নাম (Post Name) :
এখানে চাকরিপ্রার্থীদের নিয়ম করা হচ্ছে মোট 4 ধরনের পদে। সেগুলি হলো –
- MSW (Cook)
- MSW (Mason)
- MSW (Blacksmith)
- MSW (Mess Waiter)
Job Criteria for GREF Job Recruitment 2025
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
এখানে যাকে প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে সমস্ত পদগুলিতেই আবেদনের ক্ষেত্রে। এর পাশাপাশি আবেদনকারী প্রার্থীদের ভোকেশনাল ট্রেনিং সার্টিফিকেট, প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, আইটিআই ট্রেড পাস সার্টিফিকেট ইত্যাদি থাকতে হবে পদ ভেদে।
Read More: ভারতীয় স্টেট ব্যাঙ্ক এ কর্মী নিয়োগ
বয়সসীমা (Age Criteria) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। কিন্তু যেহেতু এটি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, তার জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এবং যে সমস্ত এক্স সার্ভিস ম্যান ব্যাক্তি রয়েছেন তারা কেন্দ্রের নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে থাকবে।
মাসিক বেতন (Monthly Salary) :
এখানে নিযুক্ত প্রার্থীদের সপ্তম বেতন কমিশনের লেভেল 1 অনুসারে 18,000 টাকা থেকে 56,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ (Tatal Vacancy) :
মোট 411টি পদে কর্মী নিয়োগ করছে GREF ।
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরিপ্রার্থীর অফলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের অফিসিয়াল নোটিশ থেকে প্রথমেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর সেটিকে যথোপযুক্ত সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে ফেলতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর সেটিকে এবং তার সঙ্গে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টসকে সেল্ফ অ্যাটেস্টেড করে নিচে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আপনার আবেদন সম্পূর্ণ হবে।
প্রয়োজনীয় নথি (Required Documents) :
এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের নিচে দেওয়া সমস্ত রকম ডকুমেন্টস্ থাকতে হবে । সেগুলি হলো –
- জন্ম সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- মাধ্যমিকের অ্যাডমিট
- মাধ্যমিক মার্কশিট
- PWD সার্টিফিকেট (যদি থাকে)
- EWS সার্টিফিকেট (যদি থাকে)
- সার্ভিস সার্টিফিকেট
- নো অবজেকশন সার্টিফিকেট
- ইনকাম সার্টিফিকেট
- পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
- বাসিন্দা সার্টিফিকেট
- আধার কার্ড
- মাধ্যমিক মার্কশিট
- ITI সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের ছবি
- মোবাইল নম্বর
- ইমেইল আইডি ইত্যাদি
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, প্রাসঙ্গিক ট্রেড পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে নির্বাচিত করা হবে।
আবেদন পাঠানোর ঠিকানা (Addres for Application Form Submission) :
চাকরিপ্রার্থীদের তাদের আবেদন পত্র পাঠাতে হবে নিচে দেওয়া এই ঠিকানায় – Commandant GREF, Digri Capm, Pune – 411015
আবেদন মূল্য (Application Fee) :
General, OBC, EWS, Ex-Serviceman প্রার্থীদের জন্য 50 টাকা আবেদার মূল্য ধার্য করা হয়েছে। এছাড়া SC, ST, PWD শ্রেণীর প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।
আবেদন শুরুর তারিখ | 11.01.2025 |
আবেদনের শেষ তারিখ | 24.02.2025 |
আবেদনের শেষ তারিখ জম্মু-কাশ্মীর | 11.03.2025 |
গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :
অফিসিয়াল নোটিশ ও অ্যাপ্লিকেশন ফর্ম | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |