Kisan Credit Card : একটা রাষ্ট্রের অর্থনীতির সবথেকে বড় মূল কারিগর হচ্ছে সেই দেশের কৃষি ক্ষেত্র। আর এই কৃষি ক্ষেত্রে সহায়তা করার লক্ষ্যে আবারো সরকারের তরফ থেকে বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর পেশ করা কেন্দ্রীয় বাজেট কৃষকদের কপাল খুলে দিতে সাহায্য করল বেশ অনেকটাই।
কেননা এবার থেকে দেশের কৃষকরা কিষান ক্রেডিট কার্ড তথা KCC এর মাধ্যমে 3 লক্ষ টাকা আর নয়, এবার থেকে পাবে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ। এছাড়াও কৃষি পরিকাঠামো উন্নত এবং উন্নয়নের জন্য প্রায়ই 1.7 কোটি কৃষককে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আনা হচ্ছে খুব শীঘ্রই। তাহলে এখন মূল প্রশ্ন হচ্ছে কেন্দ্র সরকারের নতুন বাজেটে কৃষকদের জন্য কি কি সুবিধা তৈরি হলো এবং কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে এবার থেকে কৃষকদের ? সেই সমস্ত প্রশ্নের উত্তরসহ বিস্তারিত আলোচনা নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদনটি। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটি অবশ্যই পড়বেন।
Read More: BECIL এ গ্রাজুয়েশন পাশে কর্মী নিয়োগ
কেন্দ্রের নতুন বাজেটে কৃষকদের কি কি সুবিধা হল ?
2025 সালের নতুন কেন্দ্রীয় বাজেটে কৃষকরা বিভিন্ন রকম সুবিধা পেতে চলেছে এবার। সেগুলি হলো –
- কৃষকরা এবার থেকে কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। যে ঋণের পরিমাণটা আগে ছিল 3 লক্ষ টাকা। আরে ঋণের পরিমাণ বৃদ্ধি কৃষকদের আরও বেশি আর্থিক সহায়তা প্রধানই সহায়তা করবে।
- এছাড়াও কৃষি পরিকাঠামা উন্নত করার লক্ষ্যে দেশে কেন্দ্রীয় সরকার নিয়ে আসতে চলেছে প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনা। যেটা দেশের প্রায় 1.7 কোটি কৃষককে আরো বেশি উপকৃত করবে।
- নতুন কেন্দ্রীয় বাজেট অনুসারে আগামী 6 বছরে দেশের ডাল উৎপাদন বৃদ্ধি এবং সেটা আমদানির প্রয়োজনীয়তা কমাতে একটি বিশেষ পরিকল্পনা চালু করা হয়েছে।
- এছাড়াও চলতি বছরের নতুন বাজেট অনুসারে ঘোষণা করা হয়েছে যে, দেশের মৎস্য সংগ্রহকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে। যেটা তাদের মৎস্য শিল্পের বিকাশে বেশ অনেক সহায়তা করবে।
এই নতুন বাজেট কৃষকদের কি কি সমস্যার মুখে ফেলতে পারে ?
কেন্দ্রীয় সরকারের এই 2025 সালের বাজেট এর ইতিবাচক প্রভাব টাই বেশি কিন্তু কিছু কিছু কৃষক অপেক্ষা করা হয়েছে এই নতুন বাজেটের মাধ্যমে। বাজেটে ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ, তৃতীয় ঋণ মুকুব এবং সহায়তা মূল্যের জন্য আইনি গ্যারান্টি অভাবের মত বিষয়গুলি সমাধান করা হয়নি, যার ফলে কৃষক সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বিশেষ করে উত্তরবঙ্গে যেখানে কৃষিকাজ মূলত ধান, আলু, ভুট্টা, পাট এবং তামাকের মতো সকলের উপর বেশিরভাগ নির্ভরশীল। সেখানে কেন্দ্রীয় বাজেট তাদের নির্দিষ্ট চ্যালেঞ্জ গুলির ওপর মনোযোগ দিতে ব্যর্থ হয়েছে বেশ অনেকটাই। কোচবিহারে কৃষক নেতা অমল রায় এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে পাটের মতো এক গুরুত্বপূর্ণ ফসল্যের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম আলোচনা করা হয়নি। যা এই অঞ্চলের সমস্ত পাট চাষীদের জন্য অতি খারাপ একটি খবর। এছাড়াও এই নতুন বাজেট অনুসারে ফসল বীমার জন্য বরাদ্দ করা টাকা বেশ অনেকটাই হ্রাস পেয়েছে।