English Teaching Job in kolkata for Graduates – বন্ধুরা বর্তমান সময়ে ইংরেজি ভাষার দক্ষতা শুধুমাত্র শিক্ষার্থী বা স্টুডেন্টদের থাকা উচিত এই কথাটা ভুল বলে আমি মনে করি কারণ । বর্তমান সময়ে কর্মজীবী বা পেশাজীবীদের কাছেও ইংরেজি ভাষা জানা এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এই চাহিদার কথা মাথায় রেখে MyLinguaLines Pvt. Ltd জনপ্রিয় ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, তাদের দলে নতুন কিছু ইংলিশ টিচার নিয়োগ করতেছেন । তো যারা যারা ইংরেজি শেখাতে আগ্রহী বা শিক্ষাদানের প্রতি উৎসাহী আছেন তাদের জন্য এই চাকরিটি এক বিশেষ চাকরি হতে চলেছে।
এই চাকরিটির সম্বন্ধে সমস্ত তথ্য অর্থাৎ এই চাকরিটি করার জন্য আপনার কি যোগ্যতা থাকা উচিত ? আপনি কত টাকা বেতন পাবেন ? আপনাকে কোথায় কাজ করতে হবে ? এই প্রতিষ্ঠান থেকে আপনাকে কি কি বেনিফিট দেওয়া হবে ? এছাড়াও আরো অনেক কিছু জানতে পারবো আমরা এই প্রতিবেদনের মাধ্যমে।
Q1. Who can apply for the residential English teaching job in India?
Ans :- Graduates from any stream with good English communication skills can apply. B.Ed is a plus.
Q2. Is accommodation provided with this teaching job?
Ans :- Yes, free accommodation is provided by the company.
Q3. Do I need teaching experience?
Ans :- No. Freshers are welcome. Training is provided by the company.
Q4. Where are the job locations?
Ans :- Initial placement may be in Kolkata, with options to relocate to states like Gujarat, MP, UP, Telangana, etc.
🏢 কোম্পানির বা প্রতিষ্ঠান এর সংক্ষিপ্ত পরিচয়:
MyLinguaLines Pvt. Ltd. একটি ভাষা শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান । যারা ভারতের বিভিন্ন রাজ্যে ইংরেজি ভাষার শিক্ষা প্রদান করেন বা প্রশিক্ষণ দিয়ে থাকেন । এই প্রতিষ্ঠানটি যোগ্য, দক্ষ ও সৃজনশীল শিক্ষকদের মাধ্যমে সমস্ত ছাত্র-ছাত্রীদের ইংরেজি ভাষা শেখায় বা ইংরেজিতে কথা বলার জন্য প্রস্তুত করিয়ে দেয় । এইবারে এই সংস্থা বা প্রতিষ্ঠান কলকাতা সহ আরো অন্যান্য রাজ্যে ইংরেজি শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে।
🧑🏫 পদ: ইংরেজি ভাষার শিক্ষক
পদ অর্থাৎ একচুয়ালি আপনাকে কি করতে হবে সেটাই বিশ্লেষণ করা হয়েছে । সংক্ষেপে যদি বলা হয় আপনাকে স্পোকেন ও রিটেন ইংলিশ শেখাতে হবে। এছাড়াও ক্লাস পরিচালনার পাশাপাশি সমস্ত শিক্ষার্থীদের উন্নতির দিকে নজর রাখতে হবে । প্রত্যেক শিক্ষার্থীর সময়মতো পরীক্ষা নিতে হবে – কারণ সমস্ত শিক্ষার্থী কতটা শিখেছে তার নজরদারি করার জন্য । ও ব্যক্তিগত সহায়তা প্রদান করতে হবে আপনাকে।
🔍 Key Responsibilities for English Teaching Job in kolkata for Graduates :
১। শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় ও ইন্টারঅ্যাকটিভ ইংরেজি ক্লাস নেওয়া।
২। পাঠ পরিকল্পনা তৈরি ও রুটিনমাফিক ক্লাস পরিচালনা।
৩। স্পোকেন ইংলিশে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়া।
৪। লিখিত ও মৌখিক ইংরেজিতে দক্ষতা উন্নয়নে সহযোগিতা করা।
৫। শিক্ষার্থীদের উপস্থিতি ও পারফরম্যান্সের রিপোর্ট রাখা ।
৬। প্রশিক্ষণ ও কারিকুলাম উন্নয়নে অংশ নেওয়া।
৭। প্রয়োজনে একান্ত সহায়তা প্রদান ।
🎓 শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয়তা:
প্রয়োজনীয়তা | বিবরণ |
শিক্ষাগত যোগ্যতা | যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর |
অতিরিক্ত যোগ্যতা | B.Ed থাকলে অতিরিক্ত সুবিধা |
অভিজ্ঞতা | আগের পড়ানোর অভিজ্ঞতা থাকা ভালো, তবে বাধ্যতামূলক নয় |
ভাষাজ্ঞান | ইংরেজিতে স্পষ্ট ও সাবলীলভাবে কথা বলার দক্ষতা |
স্থানান্তর | গুজরাট, মধ্যপ্রদেশ, নাগপুর, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, ও পাঞ্জাবে কাজ করার মানসিকতা থাকা আবশ্যক |
💼 চাকরির ধরন:
চাকরি ধরন দুই রকম হয় প্রথমটা হচ্ছে পার্ট টাইম । দ্বিতীয় টা হচ্ছে ফুল টাইম । এখানে যেই চাকরি রয়েছে সেটি হচ্ছে ফুল টাইম জব এবং নিয়মিত ডে শিফটে কাজ করতে হবে।
💰 বেতন ও সুবিধা:
সুবিধা | বিবরণ |
বেতন | ₹২০,০০০ – ₹২৫,০০০ প্রতি মাসে |
আবাসন | কোম্পানির পক্ষ থেকে বিনামূল্যে আবাসন |
প্রশিক্ষণ | ফ্রি শিক্ষক প্রশিক্ষণ |
অতিরিক্ত সুবিধা | ওভারটাইম পেমেন্ট |
📍 কাজের স্থান:
প্রাথমিকভাবে এখন আপনাকে কলকাতাতে কাজ করতে হবে তবে পরবর্তীকালে হয়তো আপনাকে অন্য জায়গায় উনাদেরই কোন ফ্রাঞ্চাইজি তে ট্রান্সফার করা যেতে পারে যেমন – গুজরাট, মধ্যপ্রদেশ, নাগপুর, উত্তরপ্রদেশ ইত্যাদি তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে।
📝 কেন আপনি আবেদন করবেন?
১। যদি আপনি ইংরেজি শেখাতে ভালোবাসেন।
২। যদি আপনি শিক্ষাদানে নিজের ক্যারিয়ার গড়তে চান।
৩। যদি আপনি বিভিন্ন রাজ্যে কাজ করতে আগ্রহী হন।
৪। যদি আপনি শিক্ষাক্ষেত্রে প্রশিক্ষণ ও উন্নতির সুযোগ চান।
এই কয়েকটি বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে এই সুযোগটি শুধুমাত্র আপনার জন্য তাই তাড়াতাড়ি আবেদন করুন।
📞 How to Apply for English Teaching Job in kolkata for Graduates:
নিচে দেওয়া এপ্লাই নাও এ বাটনটিতে ক্লিক করে আপনি সরাসরি আবেদন করতে পারেন বা কোন রকম কোন সমস্যা হলে আপনি নিচে দেওয়া ইউটিউব ভিডিওটি দেখতে পারেন।
Apply Now :- Click Here
🔔 আরো এমন চাকরির আপডেট পেতে আমাদের আমাদের পেজটি নিয়মিত ভিজিট করুন।
Read More :- কম্পিউটার শিক্ষক নিয়োগ – হাবড়া (ICSE স্কুল)
Read More :- কলকাতায় হোটেলে রেসিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান কুক নিয়োগ – আবেদন করুন এখনই!
Read More :- খরগোপুর এ ব্রাঞ্চ ব্যাংকিং ডিপার্টমেন্ট এ কর্মী নিয়োগ !!তাড়াতাড়ি আবেদন করুন
Read More :- আজই আবেদন করুন! অ্যাপোলো ফার্মেসিতে ৬ মাসের ট্রেনিং শেষে চাকরি, মাধ্যমিক পাশেই চলবে !