DRDO Recruitment 2025: গ্রাজুয়েশন পাশে DRDO তে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদন করুন

By Akash Mondal

Published On:

Follow Us
DRDO Recruitment 2025: গ্রাজুয়েশন পাশে DRDO তে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদন করুন

DRDO Recruitment 2025 : Defence Research & Development Organization তথা DRDO এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছে গ্রাজুয়েশন পাস যোগ্যতায় DRDO Junior Research Fellow পদে নিয়োগ করা হবে। নিয়োগ অবশ্য হবে বিভিন্ন ট্রেডে। এখানে আবেদন জানাতে পারবে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যোগ্য চাকরিপ্রার্থীরা।

আজকে আমরা এই প্রতিবেদনে DRDO এর তরফ থেকে যে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেখানে কি কি পদে নিয়োগ করা হচ্ছে ? শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন ? নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে কত টাকা বেতন দেওয়া হবে ? আবেদনকারীর বয়স কত হতে হবে ? কিভাবে আবেদন জানাতে হবে ? যে সমস্ত চাকরিপ্রার্থীর আবেদন জানাবেন তাদেরকে কিসের ভিত্তিতে বেছে নেওয়া হবে ? আবেদন মূল্য কত ? কত তারিখ অব্দি আবেদন জানাতে পারবেন ? ইত্যাদি সমস্ত বিষয় বিস্তারিত ভাবে তুলে ধরেছি। যেটা আপনাদের এখানে আবেদন করতে বিশেষভাবে সহায়তা করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সমস্ত বিষয়টা।

Job Overview for DRDO

পোস্ট তারিখজানুয়ারি মাসে
পদের নামJunior Research Fellow
শিক্ষাগত যোগ্যতাগ্রাজুয়েশন পাস
মোট শূন্যপদ25টি
আবেদন পদ্ধতিইন্টারভিউ

নিয়োগকারী সংস্থা (Selection Process) : আমরা এই প্রতিবেদনে আলোচনা করেছি Defence Research and Development Organisation তথা DRDO এর তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে।

Read More: টাটা মেমোরিয়ালে MTS নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন করুন

পদের নাম (Post Name) :

DRDO এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন রকম ট্রেডে Junior Research Fellow। সেগুলি হলো –

  1. Aeronautical Engineering
  2. Computer Science & Engineering
  3. Electronics and Communication engineering (ECE)
  4. Electrical Engineering
  5. Mechanical Engineering

Eligibility Criteria for DRDO Recruitment

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

ওপরে উল্লেখিত প্রতিটি পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের উল্লেখিত ট্রেডে গ্রাজুয়েশন পাস থাকতে হবে। এছাড়াও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।

বয়সসীমা (Age Criteria) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 28 বছরের মধ্যে। কিন্তু যেহেতু এটি একটি সরকারি নিয়োগ, তার জন্য সরকারি নিয়ম অনুসারে এখানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে।

মাসিক বেতন (Monthly Salary) :

এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীরা নিযুক্ত হবেন, এদেরকে প্রতি মাসে 37,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

মোট 25টি শূন্যপদে JRF নিয়োগ করছে DRDO

আবেদন পদ্ধতি (Application Process) :

এখানে চাকরি প্রার্থীদের ইমেল এর মাধ্যমে আবেদন করতে। তার জন্য অফিশিয়াল নোটিশ থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে হবে প্রথমেই। তারপর সেটিকে যাবতীয় সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর সেই পূরণ করা ফর্ম এবং প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস কে স্ক্যান করে একটি পিডিএফ বানিয়ে ফেলতে হবে। তারপর সেটিকে নিচে দেওয়া ইমেইল আইডি তে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আপনার আবেদনটি সম্পন্ন হবে।

আবেদন পাঠানোর মেইল আইডি (Email I’D for Application Process) :

প্রার্থীদের আবেদনপত্র পাঠাতে হবে JRF.rectt.cabs@gov.in মেইলি।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ এর তারিখ (Interview Date) :

মোট 5 ধরনের ট্রেডে 3 দিন ইন্টারভিউ নেওয়া হবে। সেগুলি হলো –

28.01.2025 – ECE & Electrical

29.01.2025 – Aeronautical & Mechanical

30.01.2025 – Computer Science

ইন্টারভিউ এর সময় (Interview Time) :

এখানে ইন্টারভিউ গ্রহণ প্রক্রিয়া শুরু হবে সকাল 11টা থেকে।

ইন্টারভিউ স্থান (Interview Venue) :

Centre for Airborne Systems (CABS),
DRDO, Ministry of Defence,
Velur, Yemlur Post, Bengaluru – 560037

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

Akash Mondal

আকাশ মণ্ডল! wbjobhunt.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment