Ration Card Update: ঝটপট করে ফেলুন এই কাজ, না হলে বন্ধ হয়ে যেতে পারে রেশন

By Sudipta Dalapati

Published On:

Follow Us
Ration Card Update: ঝটপট করে ফেলুন এই কাজ, না হলে বন্ধ হয়ে যেতে পারে রেশন

Ration Card Update: যদি আপনি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার যদি একটি রেশন কার্ড থেকে থাকে তাহলে আগামী 15ই ফেব্রুয়ারি আগে অবশ্যই রেশন কার্ডের এই গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেলুন, না হলে সরকারের তরফ থেকে আপনি আর বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন না।

বলতে গেলেই আপনাকে রেশন কার্ডের ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে রেশন সামগ্রী পাওয়ার জন্য এবং সেটা করতে হবে ওই ধার্য করে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে করবেন এই রেশন কার্ডের ই কেওয়াইসি ? কোনো সমস্যা নেই, আমরা এই প্রতিবেদনে উল্লেখিত বিষয় সমন্ধিত যাবতীয় সমস্ত রকম তথ্য আলোচনা করেছি। যেটা মনোযোগ সহকারে পড়ে আপনারা খুব সহজেই এই কাজটি করে ফেলতে পারবেন।

কী এই রেশন কার্ডের E-KYC ?

সহজ ভাষায় বলতে গেলে E-KYC মানে হল ডিজিটালই গ্রাহকে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য ওই নির্দিষ্ট সার্ভারে আপলোড করা যেটা মূলত হবে আধার কার্ডের ভিত্তিতে। করার জন্য মূলত বায়োমেট্রিক তথা আঙুলের ছাপ এর ব্যবহার করা হয়। তবে এর বিকল্প হিসেবে আধার কার্ডের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরের ওটিপিও ব্যবহার করা হতে পারে।

Read More: সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পাবে হকাররা

কিভাবে করতে হবে আপনাকে রেশন কার্ডের ই কেওয়াইসি ?

নিজের রেশন কার্ডের ই কেওয়াইসি করার জন্য আপনারা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনার নিজস্ব ব্লক অফিসে গিয়েও এটা করা যায়। এছাড়াও বাড়িতে বসে যদি এই কাজটি করতে হয় তাহলে সেটা কিভাবে করবেন তার সমস্ত রকম পদ্ধতি ধাপে ধাপে নিচে দিয়ে দেওয়া হয়েছে। সেটা দেখে নিন এবার –

বাড়িতে বসে রেশন কার্ডের E-KYC করার পদ্ধতি ?

নিজের বাড়িতে বসে করার জন্য আপনাদেরকে সবার আগে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে হবে Mera Ration 2.0 নামক মোবাইল অ্যাপটি। সেখানে খোলার পর আপনাকে নিজেদের মোবাইল নাম্বারটা লিখতে হবে এবং তার পরে ক্যাপচা কোড পূরণ করতে হবে। তারপর আপনার প্রদত্ত মোবাইল নম্বরে একটি OTP দেওয়া হবে এবং সেটি দিয়ে সাবমিট করতে হবে।

তারপর পরবর্তীতে পেজে Manage Family Details লেখা অপশনে ক্লিক করতে হবে। সেখানে আপনার রেশন কার্ডে যাবতীয় সমস্ত রকম তথ্য এবং আধার কার্ডের নম্বর পূরণ করতে হবে। শেষে সমস্ত কিছু ফিলাপ করে সাবমিট করে দিতে হবে। সাবমিট করার কিছুদিনের মধ্যেই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের ই কেওয়াইসি সম্পূর্ণ হবে।

E-KYC করার জন্য কি কি প্রয়োজন ?

রেশন কার্ডের ইকেওয়াইসি করার জন্য আপনার প্রয়োজন হবে আপনার পরিবারের কর্তার রেশন কার্ড, আপনার নিজস্ব রেশন কার্ড, আপনার আধার কার্ড, আপনার আধার কার্ড হিসেবে রেজিস্টার্ড মোবাইল।

কেন এতটা গুরুত্বপূর্ণ রেশন কার্ডের এই E-KYC ?

রেশন কার্ডের এই ই কেওয়াইসি গুরুত্বপূর্ণ কেননা এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটা যোগ্য রেশন গ্রাহকদের সঠিক ও বিনামূল্যে রেশন শ্যামলী পৌঁছানো সম্ভব হয়। কেননা এর আগে বিভিন্ন ব্যক্তি ভুয়ো ডকুমেন্টস দিয়ে রেশন কার্ড বানিয়ে প্রচুর সামগ্রী সংগ্রহ করে থাকতো, এই সমস্ত প্রতারণাকে এড়ানোর জন্যই সরকার ব্যবস্থা নিয়েছে।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment