Diamond Harbour Medical College Job Recruitment : উচ্চ মাধ্যমিক পাশে ডায়মন্ড হারবার হাসপাতালে কর্মী নিয়োগ, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

By Akash Mondal

Published On:

Follow Us
Diamond Harbour Medical College Job Recruitment : উচ্চ মাধ্যমিক পাশে ডায়মন্ড হারবার হাসপাতালে কর্মী নিয়োগ, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

Diamond Harbour Medical College Job Recruitment: সম্প্রতি নতুন করে আবারও ডায়মন্ড হারবার গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যেই বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। আমরা এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে আবেদন করতে পারবেন। সুতরাং, সম্পূর্ণ প্রতিবেদনটি অব্যশই পড়বেন।

নিয়োগকারী সংস্থাDiamond Harbour Medical College and Hospital
পোস্ট তারিখ09.01.2025
পদের নামResearch Assistant
শিক্ষাগত যোগ্যতাউচ্চ মাধ্যমিক পাস
মোট শূন্যপদ18টি
ইন্টারভিউ এর তারিখ15.01.2025

পদের নাম (Post Name) : এখানে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে Research Assistant পদে।

Job Criteria for Diamond Harbour Medical College

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এই পদে চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। বিস্তারিত কিছু জানতে ইচ্ছুক হলে অব্যশই একবার অফিসিয়াল নোটিশটি দেখে নিতে পারেন।

বয়সসীমা (Age Criteria) :

এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর। কিন্তু যেহেতু এটি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, সুতরাং সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে চাকরিপ্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবে।

Read More: ভারতীয় মার্চেন্ট নেভিতে মাধ্যমিক পাসে আবেদন করুন

মাসিক বেতন (Monthly Salary) :

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে নিযুক্ত হবেন, তাদেরকে কত টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে, সেটা সমন্ধে সঠিক ভাবে উল্লেখ করা নেই অফিসিয়াল নোটিশে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

মোট 18টি পদে Research Assistant নিয়োগ করা হচ্ছে এখানে।

আবেদন পদ্ধতি (Application Process) :

এখানে চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য সবার আগে নিজের যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে একটি বায়োডাটা বানাতে হবে। তারপর প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস এর জেরক্স কপি এবং পূরণ করা ফর্ম একটি খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তাহলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

আবেদন পাঠানোর ঠিকানা (Address for Application Submission) :

চাকরিপ্রার্থীদের আবেদন পাঠাতে হবে এই ঠিকানায় –

Principal,
Diamond Harbour Govt. Medical Collage & Hospital
Diamond Harbour
South 24 Parganas
Pin – 743331

প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents) :

এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের প্রয়োজন হবে এই সমস্ত ডকুমস্টস এর –

  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও অ্যাডমিট
  • আধার কার্ড
  • বয়সের প্রমাণপত্র
  • কাজের পূর্ব অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
  • জাতিগত শংসাপত্র
  • ঠিকানায় প্রমাণপত্র
  • কম্পিউটার সার্টিফিকেট

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ এর তারিখ (Interview Date) :

এখানে ইন্টারভিউ নেওয়া হবে চাকরিপ্রার্থীদের আগামী 15.01.2025 তারিখে।

ইন্টারভিউ স্থান (Interview Venue) :

Academic Building, DHGMCH, Diamond Harbour

Read More: দূরদর্শন কেন্দ্রে কর্মী নিয়োগ

ইন্টারভিউ এর সময় (Interview Time) :

এখানে ইন্টারভিউ গ্রহণ প্রক্রিয়া শুরু হবে সকাল 10:30 থেকে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

Akash Mondal

আকাশ মণ্ডল! wbjobhunt.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment