Citizen Card Registration 2025 : সমস্ত ভারতীয় নাগরিকের জীবনে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড ইত্যাদির গুরুত্ব কতখানি, সেটা আমরা সবাই জানি। এগুলো আমাদের পরিচয়, নাগরিকত্ব, ঠিকানা ইত্যাদির প্রমাণপত্র হিসেবে কাজ করে। তাই ভারত সরকারের উদ্যোগে সম্প্রতি চালু করা হয়েছে নাগরিকত্ব এবং পরিচয় বহনের একটিই মাত্র কার্ড, যার নাম দেওয়া হয়েছে Indian Citizen Card । চলুন তাহলে এই সিটিজেন কার্ড সম্বন্ধে সমস্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক –
কি এই Indian Citizen Card ?
ভারত সরকারের উদ্যোগে সম্প্রতি বানানো এই সিটিজেন কার্ড ভারতের প্রতিটি নাগরিকের এক নতুন পরিচয় বহন করবে। যার দ্বারা যে কোন ভারতীয় ব্যক্তি নিজেকে একজন বৈধ ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিতে পারবে। যেই কার্ডের মধ্যে থাকবে একটি Unique নম্বর, যেটা আপনার পরিচয় এবং নাগরিকত্ব উভয়ের প্রমাণ।
কেন দরকার এই Citizen Card ?
ভারত সরকার শুধু মাত্র পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণ হিসেবেই এই কার্ডটা তৈরি করেননি ? এই নতুন কার্ড তৈরি করার পেছনে রয়েছে ভারত সরকারের একাধিক কারণ, সেগুলি হল –
- বৈধ এবং অবৈধদের চিহ্নিতকরণ : বেশ কিছুদিন ধরেই প্রতিবেশী দেশ তথা বাংলাদেশ থেকে বেশ কিছু দুষ্কৃতি এদেশে এসেছে বাসা বেধেছে। যার ফলে ভারত সরকারকে বেশ একটা ভালো সমস্যার মুখে পড়তে হয়েছে দেশের বৈধ এবং অবৈধ নাগরিকদের চিহ্নিতকরণ করার ক্ষেত্রে। আর এই নতুন সিটিজেন কার্ড সেই সমস্যা দূর করবে বলে জানানো হয়েছে।
- জাতীয় নিরাপত্তা বৃদ্ধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারত সরকার তার দেশকে তখনই সম্পূর্ণভাবে নিরাপদ রাখতে পারবে, যখন তার কাছে দেশের প্রতিটা যোগ্য নাগরিকের সঠিক তথ্য থাকবে। দেশের জাতীয় সম্পদগুলি যাতে শুধুমাত্র দেশের জনগণের জন্যই ব্যবহৃত হয়, তার জন্য এই কাজ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অনুমান করছে বিশেষজ্ঞ মহল ও কেন্দ্রীয় সরকার।
- পরিচয় এবং নাগরিকত্বের মিশ্রিত প্রমাণপত্র : আমাদের এখন বর্তমানে যে সমস্ত সরকারি আইডি রয়েছে, যেমন ধরুন – আধার কার্ড পরিচয়ে প্রমাণপত্র। ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র ইত্যাদি। কিন্তু এই নতুন সিটিজেন কার্ড পরিচয় এবং নাগরিকত্ব উভয়ের প্রমাণপত্র হিসেবে কাজ করবে।
Read More: মহিলাদের কাজের সুযোগ দিচ্ছে LIC
কিভাবে তৈরি করতে হবে ভারত সরকারের এই নতুন Citizen Card ?
National Population Register এর মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে ভারত সরকার। National Population Register Update এর সময় সকলের তথ্য সংগ্রহ করা হবে, তারপর সেগুলি যাচাই করা, এবং ইউনিক নাম্বার প্রদান করা ও সিটিজেন কার্ড ইস্যু করা হবে। ঠিক কবে থেকে এর আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে, তার কোনো সঠিক তারিখ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি ভারত সরকারের তরফ থেকে।
Citizen Card এর সুবিধা ?
ভারত সরকারের প্রদান করা এই নতুন কার্ডের বৈশিষ্ট্য হলো –
- সরকারি কাজের সুবিধা
- অবৈধ ব্যক্তি তথা বসবাসকারীদের চেনা
- সব তথ্য একত্রে থাকা