Central Bank Job Recruitment 2025: সেন্ট্রাল ব্যাংকে কর্মী নিয়োগ, নূন্যতম যোগ্যতা সপ্তম শ্রেণী পাস

By Akash Mondal

Published On:

Follow Us
Central Bank Job Recruitment 2025: সেন্ট্রাল ব্যাংকে কর্মী নিয়োগ, নূন্যতম যোগ্যতা সপ্তম শ্রেণী পাস

Central Bank Job Recruitment 2025 : সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যেই বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে নূন্যতম সপ্তম শ্রেণী পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যেটা এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের সমস্ত রকম ভাবে সাহায্য করবে। চলুন তাহলে সমস্ত বিষয়টা দেখে নেওয়া যাক ।

নিয়োগকারী সংস্থাCentral Bank of India
পোস্ট তারিখজানুয়ারি মাসে
পদের নামFaculty, Office Assistant, Attender, Waterman/Gardener
শিক্ষাগত যোগ্যতাসপ্তম শ্রেণী পাস
আবেদনের শেষ তারিখ24.01.2025

নিয়োগকারী সংস্থা : Central Bank of India

পদের নাম (Post Name) : এখানে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে মোট 4 ধরনের পদে। সেগুলি হলো –

1.Faculty

2.Office Assistant

3.Attender

4.Waterman/Gardener

Read More: মাধ্যমিক পাস যোগ্যতায় পুলিশ ফোর্সে কর্মী নিয়োগ

Eligibility Criteria for Central Bank Job Recruitment

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

watermark পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সপ্তম শ্রেণী পাস থাকতে হবে। Attender পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস্ থাকতে হবে চাকরিপ্রার্থীদের। এছাড়াও বাকি দুটি পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে।

মাসিক বেতন (Monthly Salary) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 6000 থেকে 20,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট 5টি পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

বয়সসীমা (Age Limit) :

এখানে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 31.12.2024 তারিখের হিসেবে 22 বছর থেকে 40 বছরের মধ্যে। কিন্তু যেহেতু এটি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, তারজন্য এখানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।

আবেদন পদ্ধতি (Application Process) :

এখানে চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য চাকরিপ্রার্থীদের অফিসিয়াল নোটিশ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেটিকে যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে। পূরণ গিয়ে যাওয়ার পর সেই ফর্ম এবং যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস এর জেরক্স কপি, একটি মুখবন্ধ থাকে ভোরে একটি খামে ভরে নির্দিষ্ট সময়ের পূর্বে নিচে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents) :

এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • অ্যাডমিট কার্ড
  • জন্ম সার্টিফিকেট
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও মার্কশিট
  • ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজের ছবি
  • মোবাইল নং
  • ইমেইল নং

নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :

এখানে আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচিত করে হবে।

আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :

এখানে চাকরিপ্রার্থীরা আবেদন করা যাবে 24.01.2025 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Links) :

অফিসিয়াল নোটিশ ও অ্যাপ্লিকেশন ফর্মClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

Akash Mondal

আকাশ মণ্ডল! wbjobhunt.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment