Block Development Office Recruitment 2025 : পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে একটি চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুধুমাত্র অবসরের প্রাপ্ত কর্মচারীদের এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে। যেখানে আবেদন জানাতে পারবে পশ্চিম বর্ধমান জেলার যে কোনো জায়গা থেকে যোগ্য ও উপযুক্ত চাকরিপ্রার্থী।
আপনাদের আবেদন করতে যাতে কোনো রকম সমস্যা না হয়, তার জন্য আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিবরণ দেওয়া হলো । চলুন তাহলে সম্পূর্ণ বিস্তারিত বিবরণ টা দেখে নেওয়া যাক।
পোস্ট তারিখ | 14.01.2025 |
পদের নাম | Assistant Accountant |
শিক্ষাগত যোগ্যতা | নীচে উল্লেখিত |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | 24.01.2025 |
নিয়োগকারী সংস্থা : বর্ধমান জেলার ব্লক ডেভেলপমেন্ট অফিস ।
Eligibility Criteria for Block Development Office
পদের নাম (Post Name) :
এখানে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে Assistant Accountant পদে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
এখানে আবেদনকারী প্রার্থীদের যে কোনো সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে।
বয়সসীমা (Age Criteria) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ 65 বছরের নিচে। কিন্তু যেহেতু এটি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, তার জন্য সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছারে পেয়ে থাকবে এখানে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
মোট 1টি পদেই এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হবে ।
মাসিক বেতন (Monthly Salary) :
এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 11,000 টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরিপ্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অফিশিয়াল নোটিশ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেটাকে যাবতীয় সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে ফেলতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর সেই ফরম এবং তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস্ এর জেরক্স কপিকে একটি খামে সেলফ অ্যাটেস্টেড ভরে নিচে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
প্রয়োজনীয় নথি (Required Documents) :
এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের প্রয়োজন হবে নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস এর –
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- আধার কার্ড
- ভোটার কার্ড
- শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
- ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট
- PPO নম্বর লেখা প্রমাণপত্র।
- পাসপোর্ট সাইজের ছবি
- মোবাইল নম্বর ইত্যাদি।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে যারা আবেদন করবেন তাদেরকে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়া শুধু মাত্র পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে বেছে নেওয়া হবে।
আবেদন পাঠানোর ঠিকানা (Last Date of Apply) :
চাকরিপ্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে নিচে উল্লেখিত ঠিকান –
Office of the Block Development Officer
Jamuria Development Block
P.O – Bahadurpur, Via – Topsi, P.S – Jamuria
Dist – Paschim Bardhaman
Pin – 713362, West Bengal
Read More: সেন্ট্রাল ব্যাংকে কর্মী নিয়োগ
আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :
চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে আগামী 24.01.2025 তারিখ পর্যন্ত।
ইন্টারভিউ এর জায়গা (Interview Venue) :
আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে Chamber of the Block Development Officer, Jamuria এই ঠিকানায়।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :
অফিসিয়াল নোটিশ ও অ্যাপ্লিকেশন ফর্ম | Click Here |
অফিসিল ওয়েবসাইট | Click Here |