BECIL Recruitment 2025 : Broadcrast Engineering Consultant India Limited (BECIL) এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ন্যূনতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। সেখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গ সহ ভারতের যেকোন জায়গা থেকে পুরুষ এবং মহিলা উভয় যোগ্য চাকরি প্রার্থীরা।
আমরা এই প্রতিবেদনে BECIL এর তরফ থেকে যে চাকরির বিজ্ঞপ্তি টি প্রকাশিত হয়েছে, আর যাবতীয় সমস্থ রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে আলোচনা করেছি। যেটা এখানে আবেদন করতে আপনাদের সহায়তা করবে সমস্ত রকম ভাবে। চলুন তাহলে দেরি না করে সম্পূর্ণ প্রতিবেদনটা করে ফেলুন।
নিয়োগকারী সংস্থা : Broadcrast Engineering Consultant India Limited
Eligibility Criteria for BECIL Recruitment
পদের নাম (Post Name) :
চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে মোট 5 ধরনের পদে। সেগুলি হল –
- Patient Care Manager
- Corporate Executive
- Clinical Pharmacist
- Telecom Operator
- Infection Control Nurse (ICN)
Read More: গ্রাজুয়েশন পাশে ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
ওপরে উল্লেখিত প্রতিটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন রকমের রয়েছে। তবে ন্যূনতম গ্রাজুয়েশন পাস যোগ্যতা থেকে এখানে কিছু পদে আবেদন করতে পারবে চাকরি প্রার্থীরা। বিস্তারিত জানতে অবশ্যই একবার অফিশিয়াল নোটিফিকেশনটি দেখে নেবেন।
বয়সসীমা (Age Criteria) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে BECIL এর নিয়ম অনুসারে।
মাসিক বেতন (Monthly Salary) :
এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 21,500 টাকা 40,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
মোট 6টি শূন্যপদে এখানে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি (Application Process) :
এখানে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। তার জন্য অফিসিয়াল নোটিফিকেশন থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রথমে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর সেটিকে যাবতীয় চমৎকার রকম তথ্য সহকারে পূরণ করতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর সেই ফর্ম এবং প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস এর জেরক্স কপি একটি খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানা নির্দেশের সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents) :
এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস্ এর প্রয়োজন পড়বে –
- শিক্ষাগত যোগ্যতা এর শংসাপত্র
- জাতীয়তা শংসাপত্র (প্রয়োজন পড়লে)
- কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
- আধার কার্ড
- ভোটার কার্ড
- প্যান কার্ড
- EPF/ESID কার্ডের জেরক্স
- মোবাইল নাম্বার
- ইমেইল আইডি ইত্যাদি
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী প্রার্থীদের বেছে নেওয়া হবে ইন্টারভিউ, অ্যাসেসমেন্ট টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে।
আবেদন পাঠানোর ঠিকানা (Adress of Application Submission) :
চাকরিপ্রার্থীরা আবেদনপত্র পাঠাবে এই ঠিকানায় –
Broadcast Engineering Consultants India Limited (BECIL)
BECIL BHAWAN
C-56/A-17, Sector – 62,
Noida – 201307
গুরুত্বপূর্ণ তারিখ
পোস্ট তারিখ | 31.01.2025 |
আবেদনের শেষ তারিখ | 13.02.2025 |
আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) : চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবে আগামী 13.02.2025 তারিখ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :
অফিসিয়াল নোটিশ ও অ্যাপ্লিকেশন ফর্ম | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |