Primary Recruitment 2025 | মেরিট কিভাবে তৈরি হবে? কাট অফ কত যেতে পারে?”

By Sudipta Dalapati

Published On:

Follow Us
Primary Recruitment 2025

Primary Recruitment 2025 :- সবাইকে স্বাগতম WB Job Hunt। আজকের প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ- কারণ আমরা আলোচনা করবো প্রাইমারি নিয়োগ 2025 নিয়ে।

📢 মোট শূন্যপদ কত? (What is the total vacancy? for Primary Recruitment 2025)

📘 ২০২৩/ ২০২৪ TET পাশ প্রার্থীরা কি বসতে পারবে ? (Can 2023/2024 TET pass candidates sit? for Primary Recruitment 2025)

📊 মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে ? (How to make merit list? for Primary Recruitment 2025)

এবং শেষের দিকে থাকবে 👉 Cut Off Marks-এর বিশ্লেষণ
তাহলে চলুন শুরু করা যাক।

নিউজ চ্যানেল সূত্রে জানা গেছে, এবার প্রাইমারি শিক্ষকের মোট শূন্যপদ সংখ্যা প্রায় ১৩,৪১২। এই পদগুলি জেলার ভিত্তিতে ভাগ করে নিয়োগ হবে। এবং অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করবে WBBPE (West Bengal Board of Primary Education)

২০২৩/২০২৪ সালের TET পাশ প্রার্থীরাও এবার আবেদন করতে পারবে, কারণ তাদের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, এবং তারা অফিসিয়ালি “Qualified” হিসেবে গণ্য হবেন।

মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে?

এখন আসা যাক মূল অংশে – মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে?

এবারের নিয়োগ প্রক্রিয়ায় মোট নম্বর ধরা হয়েছে ৫০

নিচের টেবিলে দেখো কিভাবে সেই নম্বর ভাগ করা হয়েছে 👇

উপাদানসর্বোচ্চ মার্কউদাহরণসহ ব্যাখ্যা
মাধ্যমিক5যদি কেউ ৯০% পায় → ৪.৫ মার্ক
উচ্চ মাধ্যমিক10যদি কেউ ৮০% পায় → ৮ মার্ক
D.El.Ed15যদি কেউ ৮০% পায় → ১২ মার্ক
TET5যদি কেউ ৬০% পায় → ৩ মার্ক
ইন্টারভিউ10৫ মার্ক ডেমো ক্লাসের জন্য + ৫ মার্ক অ্যাটিটিউড টেস্টের জন্য
এক্সট্রা কোয়ালিফিকেশন / খেলাধুলা5বিশেষ এক্সপিরিয়েন্স থাকলে ১–২ মার্ক পর্যন্ত পাওয়া যেতে পারে

👉 অর্থাৎ মোট ৫০ নম্বরের ভিত্তিতে তৈরি হবে ফাইনাল মেরিট। যাদের একাডেমিক পারফরম্যান্স ভালো, তাদের সুযোগ স্বাভাবিকভাবেই বেশি থাকবে।

Cut Off Marks বিশ্লেষণ

এবার দেখি Cut Off Marks নিয়ে বাস্তবচিত্র 👇

গতবারের নিয়োগে কাট-অফ অনেক নিচে নেমে গিয়েছিল – প্রায় ৩০ নম্বরের নিচে চলে গিয়েছিল, কারণ তখন ক্যান্ডিডেটের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।

কিন্তু এবারের পরিস্থিতি একেবারে আলাদা – এবার প্রায় ৪০ থেকে ৪৫ হাজার প্রার্থী বসতে পারে এই পরীক্ষায়! তাই কাট-অফ স্বাভাবিকভাবেই অনেকটা বাড়বে।

নিচে ক্যাটাগরি অনুযায়ী সম্ভাব্য কাট-অফ মার্কস দেওয়া হলো 👇

ক্যাটাগরিসম্ভাব্য কাট-অফ (৫০ এর মধ্যে)
UR (General)33
OBC-B32
OBC-A31
SC29
ST26–27

👉 এই সংখ্যা গুলো “সেফ জোন” হিসেবে ধরা যেতে পারে। অর্থাৎ, যদি তোমার মার্ক ৩০ বা তার বেশি হয় – তাহলে তুমি অনেকটাই নিরাপদ জোনে আছো। তবে চূড়ান্ত কাট-অফ নির্ভর করবে জেলার ভিত্তিতে এবং প্রার্থীর সংখ্যা অনুযায়ী।

💡 নিজের মার্ক ক্যালকুলেট করে একবার দেখে নাও তুমি কোন রেঞ্জে পড়ছো। 💡 যারা D.El.Ed বা TET পাস করেছো, তারা এখন থেকেই প্রস্তুতি নাও ইন্টারভিউর জন্য। 💡 ডেমো ক্লাস ও অ্যাটিটিউড টেস্টে ভালো পারফর্ম করলেই মেরিটে নাম উপরে উঠে আসবে।

তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট – Primary Recruitment 2025: Merit List & Cut Off Full Explanation
ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয়, তাহলে
📌 Like করো,
📢 কমেন্টে জানাও তোমার সম্ভাব্য মার্ক কত হতে পারে,
আর 🔔 Subscribe করো WB Job Hunt চ্যানেলটিকে,
যাতে পরের আপডেট — Admit Card, Exam Date, Interview Call — একদম আগে পেতে পারো।

For More Update :- দুর্গাপুরে Store Keeper & Laboratory Technician পদে নিয়োগ চলছে এখুনি আবেদন করুন !!

For More Update :- পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ উৎপাদন সংস্থা গুলিতে প্রায় ৪৯৯টি শূন্যপদে নিয়োগ চলছে। তাড়াতাড়ি আবেদন করুন !!

For More Update :- সুধুমাত্র মাধ্যামিক পাশে মিশো (Meesho)-তে নতুন চাকরির সুযোগ!

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Posts

Leave a Comment