12th Pass Job in Kolkata || কলকাতাতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশের ওপর ভালো মানের স্থায়ী চাকরি সুযোগ তাড়াতাড়ি আবেদন করুন !!

By Sudipta Dalapati

Published On:

Follow Us
12th Pass Job in Kolkata

12th Pass Job in Kolkata – আজকের প্রতিযোগিতামূলক যুগে একটি ভালো চাকরি পাওয়া সত্যিই চ্যালেঞ্জের। বিশেষ করে যারা নতুন কর্মজীবনে প্রবেশ করতে চান, তাদের জন্য চাকরির বাজারে নিজের জায়গা করে নেওয়া সহজ নয়। কিন্তু এবার পার্ক স্ট্রিট এ Process Associate (প্রসেস অ্যাসোসিয়েট) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি একজন ফেসার্স হয়ে থাকেন বা আপনার যদি এই ডিপার্টমেন্টে কোনরকম কোন অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি এই চাকরিটির জন্য আবেদন করতে পারেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি কেবল চাকরিপ্রার্থীদের জন্য একটি কর্মসংস্থানের পথই নয়, বরং ভবিষ্যতের ক্যারিয়ার গড়ার জন্যও একটি দারুণ সুযোগ।

এই চাকরিটি পাওয়ার জন্য আপনার মধ্যে কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে কি রকম অভিজ্ঞতা লাগবে কত টাকা বেতন দেওয়া হবে কিভাবে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও এই কোম্পানি আপনাকে কি বিশেষ সুবিধা দেবে কোন শিফটে আপনাকে কাজ করতে হবে সমস্ত কিছু জানতে পারবো আমরা এই প্রতিবেদন এর মাধ্যমে।

12th Pass Job in Kolkata
12th Pass Job in Kolkata

প্রসেস অ্যাসোসিয়েট পদটি কী? (What is the post of Process Associate? for 12th Pass Job in Kolkata)

অনেকেই প্রশ্ন করেন – প্রসেস অ্যাসোসিয়েট পদে কাজের ধরণ কেমন?
আসলে প্রসেস অ্যাসোসিয়েট একটি ব্যাকএন্ড ও ফ্রন্টএন্ড সাপোর্ট জব, যেখানে মূলত নিম্নলিখিত কাজগুলো করতে হয় :- যেমন

১। কোন গ্রাহক যদি কল করে বা ইমেইল করে সেগুলো আপনাকে হ্যান্ডেল করতে হবে।

২। কোম্পানির বিভিন্ন ডেটা আপনাকে এন্ট্রি করতে হবে এবং সঠিকভাবে প্রসেসিং করতে হবে।

৩। যে কোন গ্রাহককে বা যদি কেউ জানতে চায় তাকে কোম্পানির দেওয়া পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদান করতে হবে।

৪। আপনাকে টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তৈরি করতে হবে এখানে থেকেই কারণ এই কোম্পানি সমস্ত ধরনের টিম ওয়ার্ক এর মধ্যেই চলে তো আপনাকে টিমের সাথে সমন্বয় রেখে কাজ করতে হবে।

যেহেতু কাজের ধরন আন্তর্জাতিক ও ডোমেস্টিক দুই ক্ষেত্রেই হতে পারে, তাই ভাষাগত দক্ষতা এবং যোগাযোগ কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন আবেদনকারী ক্যান্ডিডেটের জন্য।

যোগ্যতা ও শর্তাবলী (Eligibility Criteria for 12th Pass Job in Kolkata)

প্রসেস অ্যাসোসিয়েট পদে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সেগুলি হল –

শিক্ষাগত যোগ্যতা – ন্যূনতম 12th উত্তীর্ণ হতে হবে। যাদের উচ্চতর ডিগ্রি রয়েছে, তারা অতিরিক্ত সুবিধা পাবেন।

অভিজ্ঞতা – কমপক্ষে ৬ মাস বা তার বেশি কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

ভাষা দক্ষতা – ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলা এবং লেখা আবশ্যক। হিন্দি ও বাংলা জানা থাকলে অতিরিক্ত সুবিধা হবে।

শিফট টাইমিং – যেহেতু এই চাকরিটি নাইট শিফট এর কাজ সেহেতু প্রার্থীদের নাইট শিফটে কাজ করার মানসিকতা থাকতে হবে।

কম্পিউটার জ্ঞান – এই চাকরিটি করতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের কম্পিউটারের কাজ করতে হবে যেমন ডাটা এন্ট্রি থেকে শুরু করে মেইল পাঠানো বা মেইল কে হ্যান্ডেল করা এই ধরনের কাজগুলি করতে গেলে বেসিক কম্পিউটার স্কেল বা ইন্টারনেটের ব্যবহার জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

12th Pass Job in Kolkata
12th Pass Job in Kolkata

বেতন কাঠামো (Pay structure for 12th Pass Job in Kolkata)

প্রসেস অ্যাসোসিয়েট পদে কর্মরত প্রার্থীরা হাতে পাবেন ₹13,000 – ₹15,000 টাকা মাসিক বেতন। অভিজ্ঞতা, দক্ষতা ও ইংরেজি যোগাযোগ ক্ষমতার উপর ভিত্তি করে বেতন বাড়তেও পারে।

চাকরির সারসংক্ষেপ (টেবিল আকারে)

বিষয়বিবরণ
পদের নামProcess Associate (প্রসেস অ্যাসোসিয়েট)
কাজের স্থানপার্ক স্ট্রিট, কলকাতা, পশ্চিমবঙ্গ
শিফট টাইমিংনাইট শিফট
অভিজ্ঞতা৬ মাস বা তার বেশি (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন)
শিক্ষাগত যোগ্যতাHigher Secondary (12th Pass)
ভাষাগত দক্ষতাইংরেজি (অবশ্যই প্রয়োজনীয়)
বেতন সীমা (মাসিক)₹13,000 – ₹15,000 (হাতে প্রাপ্তি)
জব টাইপফুল টাইম
কাজের ধরনডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল প্রসেস
ওয়ার্ক লোকেশনঅফিসে উপস্থিত থেকে (In Person)
12th Pass Job in Kolkata
12th Pass Job in Kolkata

কাজের ধরন (Type of Work for 12th Pass Job in Kolkata)

প্রসেস অ্যাসোসিয়েট হিসেবে যোগ দিলে প্রতিদিনের কাজ অনেক বৈচিত্র্যময় হতে পারে। যেমন –

  • অনেক গ্রাহক আপনার কাছে আসবে তাদের নিজেদের সমস্যা নিয়ে সেই সকল সমস্যার সমাধান আপনাকে করতে হবে।
  • কোম্পানি ডেটাবেস প্রতিনিয়ত আপনাকে আপডেট করে রাখতে হবে।
  • ডাটাবেজ আপডেট করা হয়ে গেলে আপনাকে সঠিক ভাবে রিপোর্ট তৈরি করে সাবমিট করতে হবে।
  • টিম লিটার আপনাকে যেরকম ইনফরমেশন দেবে বা যেরকম আপনাকে টাক্স দেওয়া হবে সেগুলোর সময়মতো সম্পূর্ণ করতে হবে।

এই কাজগুলো প্রার্থীর কমিউনিকেশন স্কিল ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

কেন এই চাকরি আপনার জন্য উপযুক্ত হতে পারে? (Why might this job be right for you?)

১। ফ্রেশারদের জন্য বড় সুযোগ – পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এখানে কাজ শুরু করা যায়।

২। ভাষাগত দক্ষতা কাজে লাগানোর সুযোগ – যারা ইংরেজিতে কথা বলতে ভালোবাসেন, তাদের জন্য এটি একটি আদর্শ কাজ।

৩। শহরের কেন্দ্রে অফিস লোকেশন – পার্ক স্ট্রিট কলকাতার অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা, যেখানে যাতায়াত খুবই সহজ।

৪। ক্যারিয়ার গ্রোথের সম্ভাবনা – প্রসেস অ্যাসোসিয়েট পদ থেকে ধাপে ধাপে টিম লিডার, ম্যানেজার হওয়ার সুযোগ রয়েছে।

৫। আন্তর্জাতিক এক্সপোজার – যেহেতু ইন্টারন্যাশনাল প্রসেসও থাকবে, তাই গ্লোবাল কমিউনিকেশন ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

12th Pass Job in Kolkata
12th Pass Job in Kolkata

কোম্পানির প্রত্যাশা (Company expectations)

প্রার্থীদের কাছ থেকে কোম্পানির কিছু মৌলিক প্রত্যাশা রয়েছে যেমন –

  • দায়িত্বশীল ও সময়নিষ্ঠ হওয়া।
  • কাস্টমারদের সাথে ভদ্র ব্যবহার।
  • চাপের মধ্যে কাজ করার ক্ষমতা।
  • নতুন কিছু শেখার মানসিকতা।
  • টিমওয়ার্কে পারদর্শিতা।

আবেদন করার নিয়ম (How to Apply for 12th Pass Job in Kolkata)

যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা নিচে দেওয়া এপ্লাই না বটমটিতে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল WB Job Hunt এখানে গিয়ে অ্যাপ্লিকেশন প্রসেস দেখে আবেদন করতে পারেন।

  • আপনার CV/Resume আপডেটেড রাখতে হবে।
  • যোগাযোগের নম্বর ও ইমেল ঠিকানা সঠিকভাবে উল্লেখ করতে হবে।
  • যদি পূর্ব অভিজ্ঞতা থাকে, তবে তা অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করুন।

Apply Now :- Click Here

ক্যারিয়ার সুযোগ ও ভবিষ্যৎ (Career opportunities and future for 12th Pass Job in Kolkata)

এই চাকরির সবচেয়ে বড় সুবিধা হলো – এটি আপনার ক্যারিয়ারের একটি শক্ত ভিত গড়ে তুলবে। প্রসেস অ্যাসোসিয়েট হিসেবে কাজ শুরু করার পর ধাপে ধাপে বিভিন্ন পদে উন্নতির সুযোগ থাকে। যেমন –

  • সিনিয়র প্রসেস অ্যাসোসিয়েট
  • টিম লিডার
  • প্রসেস ম্যানেজার
  • অপারেশনস ম্যানেজার

অর্থাৎ, একবার কাজ শুরু করলে আপনার সামনে অনেকগুলো নতুন দরজা খুলে যাবে।

Read More :-  মেদিনীপুরে মোটা বেতনে শুধুমাত্র গ্রাজুয়েশন পাশে চাকরির সুযোগ এক্ষুনি আবেদন করুন।

Read More :- কলকাতাতে মোটা বেতনে সফটওয়্যার ডেভেলপার নিয়োগ চলছে। তাড়াতাড়ি আবেদন করুন। না করলেই মিস।

Read More :- হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কোম্পানিতে চাকরির সুবর্ণ সুযোগ মিস করবেন না কেউ। তাড়াতাড়ি আবেদন করুন !!

Read More :- হাওড়াতে গ্রাজুয়েশন পাশে ২০০০০ টাকা বেতনে চাকরি সুযোগ মিস করবেন না ! এক্ষুনি আবেদন করুন।

Read More :- খড়্গপুরে কোনরকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে নিয়োগ চলছে। তাড়াতাড়ি আবেদন করুন। মিস করবেন না কেউ !!

Read More :- কলকাতাতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে ১৮০০০ টাকা বেতনে কোনো রকম পরিক্ষা ছাড়াই চাকরির সুযোগ তাড়াতাড়ি আবেদন করুন !!

Read More :- তমলুকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে 20-25000 টাকা বেতনে ইলেকট্রিক ভেহিকেল কোম্পানিতে চাকরির সুযোগ তাড়াতাড়ি আবেদন করুন !!

Read More :- খড়গপুরে মোটা বাতনে Production Supervisor পদে নিয়োগ চলছে তাড়াতাড়ি আবেদন করুন !!

Read More :- খড়্গপুরের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশের ওপর দারুন চাকরির সুযোগ মিস করবেন না তাড়াতাড়ি আবেদন করুন !!

Read More :- কলকাতাতে মোটা অংকের বেতনে সেলস এক্সিকিউটিভ এর জন্য রিক্রুটমেন্ট প্রকাশ হয়েছে তাড়াতাড়ি আবেদন করুন !!

Read More :- হলদিয়া তে প্রতিমাসে ১৮ হাজার টাকা বেতনে Preschool Teacher পদে নিয়োগ চলছে। তাড়াতাড়ি আবেদন করুন না করলেই মিস!!

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment