পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার সমস্ত সরকারি কর্মচারীদের জন্য বোনাস বৃদ্ধির ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছে। তবে সমস্ত কর্মচারী এই বোনাস পাবে না। বিশেষ কিছু যোগ্যতা সম্পন্ন সরকারি কর্মচারীরাই রাজ্য সরকারের এই বোনাস পাবেন।
এখন প্রশ্ন হচ্ছে, কারা কারা এটি পাবেন ? তারা কত বোনাসে টাকা পাবেন। এগুলি। তাহলে চিন্তার কোন কারণ নেই কেননা আমরা এই প্রতিবেদনে আপনার মনে জমা সমস্ত প্রশ্নের উত্তর এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি ? সুতরাং সম্পূর্ণ প্রতিবেদন টা অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
কিভাবে গণনা করা হবে বোনাস ?
নির্দিষ্ট সেই কর্মচারীতে বছরে কত মাস কাজ করেছিল তার ওপর ভিত্তি করে বোনাস গণনা করা হবে। এটি কিভাবে কাজ করে তা এখানে 31শে মার্চ 2025 তারিখের কর্মচারীর মাসিক বেতন নিন। কাজ করা মাসের সংখ্যাকে 12 দিয়ে ভাগ করুন, বোনাসের পরিমাণ বের করার জন্য ফলাফল কে মাসিক বেতন দিয়ে গুন করুন। তবে যে কেউ সর্বোচ্চ 6800 টাকা বোনাস পেতে পারেন। সুতরাং যদি কারো বোনাস গণনা বেশি পরিমাণ দেয়, তারা এখনো সর্বোচ্চ 6800 টাকা পাবেন।
কারা কারা এই বোনাস পাবেন ?
রাজ্য সরকার জানিয়েছে যে আগামী 31শে মার্চ 2025 পর্যন্ত যে সমস্ত কর্মচারীরা উৎপাদনশীলতা সম্পর্কিত বুনাস পান্না এবং যাদের মাসিক বেত 44,000 টাকার কম, তারা এই ওপরে উল্লেখিত টাকা পর্যন্ত অ্যাড হক বোনাস পাবেন। 44,000 টাকায় বেশি বেতনে কর্মীরা এই বোনাস পাবেন না।
Read More: স্নাতক পাশে Assistant Teacher নিয়োগ
চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বোনাস : 2024-25 অর্থবর্ষে কমপক্ষে 120 দিন কাজ করা এবং নির্দিষ্ট বেতন পাওয়ার চুক্তিভিত্তিক কর্মচারীরাও একটি অ্যাড হক বোনাস পাবেন। তাদের বোনাস গণনা করা হবে নিচেও লিখিত এই- প্রথমে 2024-25 অর্থবছরের জন্য তাদের মোট বেতন 12 ভাগ দিয়ে ভাগ করা হবে এবং তারপরে নিয়মিত কর্মচারীদের মতো তাদের বোন 6800 টাকার বেশি হবে না।
বোনাসটা ঠিক কখন দেওয়া হবে ?
হিন্দু, খ্রিষ্টান সহ বেশ কিছু ধর্মের কর্মচারীরা দুর্গা পুজোর ঠিক আগে এবং ইসলাম ধর্মের কর্মচারীরা ঈদের আগে বোনাস পেয়ে যাবেন।
অন্যান্য কর্মচারীদের দাবি কি রয়েছে এই বিষয় নিয়ে ?
এখন বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে তাদের DA 14% । আগামী 1লা এপ্রিল থেকে সেটা বৃদ্ধি পেয়ে হবে 18% । তবে তারা কেন্দ্রীয় সরকারের হারে 53% মহার্ঘ ভাতা বৃদ্ধি করার দাবি। আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই 2-3% মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারি এবং অষ্টম বেতন কমিশন অনুযায়ী 2026 সাল থেকে সেটা কার্যকর করা হতে পারে বলে জানানো হয়েছে।