8th Pay Commission: এখনো দেশের সমস্ত সরকারি কর্মচারীদের মনেই বিভিন্ন রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যেমন ধরুন – কবে থেকে গঠিত হবে অষ্টম বেতন কমিশন ? কত টাকা বেতন বাড়বে এর ফলে তাদের ? ডিএ কত শতাংশ পর্যন্ত বাড়তে পারে ? ইত্যাদি।
এই নিয়ে সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার নতুন একটি দুর্দান্ত সুখবর নিয়ে হাজির হয়েছেন। কেননা এবার থেকে কেন্দ্রের সরকারি ও পেনশন ভোকদের জন্য শুধু মহার্ঘ ভাতা বা ডিএ শুধুই নয় এর পাশাপাশি মিলতে পারে দুই মাসের এরিয়ার। তাহলে জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই সমস্ত বিষয়টা একটু বিস্তারিত ভাবে । তাহলে চলুন এবার সমস্ত বিষয়টা একটু দেখে নেওয়া যাক।
কবে থেকে দেশে চালু হতে পারে অষ্টম বেতন কমিশন ?
কেন্দ্রের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন এর মেয়াদ শেষ হতে চলেছে চলতি অর্ধ বর্ষের 31শে ডিসেম্বর তারিখে। সুতরাং আগামী অর্থবছর অর্থাৎ 2026 সালের 1লা জানুয়ারি থেকে সারাদেশ জুড়ে চালু হতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন।
কিন্তু এই সম্পূর্ণ তথ্যটা এখন শুধুমাত্র অনুমানভিত্তিক। কেননা এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো কোন প্রকার অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়নি অবশ্য। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে, আগামী বছরের শুরুতেই সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন লাগু করে দেওয়া হতে পারে সারাদেশ জুড়ে।
আবার দেশের মধ্যে অনেকেই দাবি চলছে যে, এই অষ্টম বেতন কমিশন কার্যকর করতে কেন্দ্রীয় সরকারের 2027 সালের জানুয়ারি মাস পর্যন্ত সময় লেগে যেতেও পারে। তবে এতদিন পর্যন্ত ভারতবর্ষের বেতন কমিশনের ইতিহাস ঘাটলে বোঝা যাবে যে, নতুন স্কেল ঘোষণা হওয়ার পর শুধুমাত্র 2 থেকে 5 মাসের মধ্যেই সেটা কার্যকর হয়ে এসেছে এতদিন পর্যন্ত।
Read More: দেশের ছাত্র ছাত্রীদের জন্য চলে এলো APAAR I’D কার্ড, মিলবে প্রচুর সুবিধা একসঙ্গে এতে
যেমন ধরুন – পঞ্চম বেতন কমিশন 1994 সালের এপ্রিল মাসে অনুমোদিত হয়েছিল এবং সেটা কার্যকর হয়েছিল সেই বছরই জুন মাসে। ঠিক একই নিয়মে ষষ্ঠ বেতন কমিশন এর ঘোষণা করা হয়েছিল সারা দেশ জুড়ে 2006 সালের জুন মাসে এবং সেটা কার্যকর হয়েছিল সেই বছরেরই অক্টোবর মাসে।
বেতন কত বাড়তে পারে এতে সরকারি কর্মচারীদের ?
দেশের সমস্ত সরকারি কর্মীদের বেতন নির্ধারণের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফিট্মেন্ট ফ্যাক্টর। আরে ফিটমেন্ট ফ্যাক্টর বর্তমানে 2.57 হারে দেওয়া হয়। তবে যদি নতুন বেতন গঠন করা হয়, তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে 2.86 ।
আর সেটা যদি হয় তাহলে প্রাথমিক স্তরের কর্মচারীদের বেসিক বেতন 18,000 টাকা থেকে বেড়ে গিয়ে 51,480 টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে সপ্তম বেতন কমিশনের বেসিক পে ছিল 7000 টাকা, যেটা পরে বেড়ে সরাসরি হয়ে যায় 18,000 টাকা। ঠিক একই রকম ভাবে অষ্টম বেতন কমিশনের বেসিক পে রয়েছে 18,000 টাকা এবং সেটা বেড়ে হতে পারে 51,480 টাকা।
রয়েছে 2 মাসের এরিয়ার পাওয়ার সম্ভাবনা ?
শুধুমাত্র যে বেতন বৃদ্ধি সেটা কিন্তু নয়, এর পাশাপাশি মহার্ঘ ভাতা বৃদ্ধির খবরও সামনে চলে এসেছে এবার। বর্তমানে এই মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে কেন্দ্রের সহকারী কর্মচারীদের 53% হারে। আর সেটা যদি আরো 3% বৃদ্ধি পায় তাহলে সেটা গিয়ে দাঁড়াবে এবার 56% এ। সুতরাং সেই হিসেবে যদি বর্তমানে কোনো সরকারি কর্মচারী প্রতিমাসে 18,000 টাকা মহার্ঘ ভাতা পান তাহলে সেটা বেড়ে দাঁড়াবে 18,450 টাকা। অর্থাৎ শুধুমাত্র 450 টাকা মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ তারা বেশি পাবে।