Fake Rs 100 Notes: বাজারে 100 টাকার জাল নোট নিয়ে সতর্কতা বার্তা জারি কর RBI

By Akash Mondal

Published On:

Follow Us
Fake Rs 100 Notes: বাজারে 100 টাকার জাল নোট নিয়ে সতর্কতা বার্তা জারি কর RBI

Fake Rs 100 Notes: ভারতীয় বাজারে 100 টাকার জাল নোট অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে। যে নোটকে আপনি আমি যদি দেখেন, তাহলে আপনি বুঝতেই পারবেন না এটা আসল নোট নাকি নকল নোট। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে কিছু অসাধু ব্যক্তিরা এই সকল জাল নোটগুলিকে বাজারে নিজেদের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করে চলেছে।

তাই ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ RBI বিশেষ কিছু পার্থক্য তথা নির্দেশিকা দিয়ে দিল যে কিভাবে আপনি 100 টাকার নকল নোট এবং আকল নোটের মধ্যে পার্থক্য খুঁজবেন। জি সর্তকতা সত্ত্বেও বাজারে জাল নোটের পরিমাণ কিন্তু এক বিন্দুও কমছে না। এই সকল নোটগুলি যত বেশি নিখুঁত করা হচ্ছে এবং সেটা সনাক্ত করা ততই কঠিন হয়ে আসছে সাধারণ মানুষের পক্ষে।

এমন পরিস্থিতিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক সাধারণ মানুষকে নগদ অর্থ পরিচালনা করার সময় সতর্ক থাকার এবং টাকা দেওয়া নেওয়ার জন্য বিশেষ কিছু চিহ্ন লক্ষ্য রাখারদের জন্য পরামর্শ দিয়ে দিয়েছে ইতিমধ্যেই। তাহলে এবার দেখে নেওয়া যাক কি সেই সকল চিহ্ন গুলি যেটা দেখে আপনারা 100 টাকার নকল এবং আসল নোট বুঝতে পারবেন।

Read More: বদলাচ্ছে UPI এর এই নিয়ম, না জানলে পরবে হবে চরমে বিপদে

100 টাকার নোট চেনার বিশেষ উপায় RBI এর দ্বারা জনস্বার্থে প্রচারিত :

ভারতীয় 100 টাকার নোট আসল কি নকল সেটা চেনার জন্যই রিজার্ভ ব্যাংক বেশ কিছু সহজ পদক্ষেপ আপনাকে শিখিয়ে দিয়ে গেছে। সেগুলি হল –

  • সিকিউরিটি থ্রেডটি পরীক্ষা করুন : 100 টাকার নোটের মধ্যে যে সিকিউরিটি থ্রিডে ‘হিন্দিতে ভারত’ এবং RBI শব্দটি লেখা দেখতে পাবেন। আপনি যে কোন নোটটি ধরেছেন তার ওপর দিয়ে এই শব্দগুলি নীল থেকে সবুজ রং এর পরিবর্তিত হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখ। যদি সেটা হয় তাহলে ওটা আসল নোট এবং না হলে সেটা নকল নোট।
  • ফুলের নকশাটি দেখুন : নোটটি আপনার হাতে ধরে ওয়াটার মার্কের কাছে একটি উলম্ব ব্যান্ডে একটি ফুলের নকশা আছে কিনা সেটা লক্ষ্য রাখুন। এই নকশাটি আসল 100 টাকার নোটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
  • গান্ধীর ছবির পাশে RBI ও 100 লেখা আছে কিনা দেখুন : আসল 100 টাকার নোটের মাঝখানে আপনি দেখতে পাবেন RBI এবং 100 এর শব্দ গুলি লেখা দেখতে পাবেন। এটি নিশ্চিত করে যে নোটটি আসল।
  • নোটের ওয়াটার মার্ক পরীক্ষা করুন : আসল 100 টাকার নোটের মধ্যে ওয়াটার মার্কের মহাত্মা গান্ধীর ছবি দেওয়া থাকে, যদি না থাকলে জানবেন ওই নোটটি নকল।

এই ওপরে আমরা যে সমস্ত পদ্ধতির কথা বললাম, সেগুলি অনুসরণ করে আপনি খুব সহজেই 100 টাকার আসলও নকল নোটের পরিচয় বুঝতে পারবেন।

Akash Mondal

আকাশ মণ্ডল! wbjobhunt.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment