New 50 Rupee Note: বাতিল হতে পারে পুরাতন 50 টাকার নোট, কেননা বাজারে RBI আনতে চলেছে 50 টাকার নতুন নোট

By Sudipta Dalapati

Published On:

Follow Us
New 50 Rupee Note: বাতিল হতে পারে পুরাতন 50 টাকার নোট, কেননা বাজারে RBI আনতে চলেছে 50 টাকার নতুন নোট

New 50 Rupee Note: খুব শীঘ্রই বাজারে আবারো নতুন 50 টাকার নোট আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI । যে নোটে স্বাক্ষর করা থাকবে রিজার্ভ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রা এর নাম। এই সঞ্জয় বাবু গত বছর অর্থাৎ 2024 সালের 26শে ডিসেম্বর রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন।

আর সেই দিনই ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের দায়িত্বভার শেষ হয়। তাহলে এখন সবার মনে একটাই প্রশ্ন জাগছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাংক হঠাৎ 50 টাকার নতুন নোটবাজারে কেন আনতে চলেছে ? তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনাদের এই প্রশ্নের উত্তর আমরা এই প্রতিবেদনে বিস্তারিত আকারে না করেছি। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটা অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। না হলে হয়তো আপনারা এই নতুন খবরটা সম্বন্ধে জানতেই পারবেন না।

RBI কেনো বাজারে নতুন নোট আবার আনতে চলেছে ?

রিজার্ভ ব্যাংকে যখনই নতুন গভর্নর নিযুক্ত করা হয়, তখনই সেই গভর্নরের স্বাক্ষর করার নতুন নোট বাজারে আনা হয়, কিন্তু কোনো রকম ডিজাইনের হেরফের ছাড়াই। যেমন ধরুন – উর্জিত এয়ারটেল যখন রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, তৎকালীন সময় অর্থাৎ 2016 সালে ওনার স্বাক্ষর করার নতুন নোট বাজারে আনা হয়েছিল এবং তারও আগে ওয়াই ডি রেড্ডি RBI এর গভর্নর থাকাকালীনও নিজের স্বাক্ষরিত নোট বাজারে এনেছিলেন।

এই পদ্ধতিটি মূলত ভারতীয় মুদ্রা তে কোন রকম অবাঞ্ছিত ভেদাভেদ না করে এবং আর্থিক ব্যবস্থাকে প্রভাবিত না করে মূলত সরকারি রেকর্ড আপডেট করার জন্য ব্যবহার করা হয়।

Read More: দুয়ারে সরকারের লক্ষ্মীর ভান্ডারে আবেদন করার পর টাকা কবে ঢুকবে

কেমন হতে পারে RBI এর নতুন নোট ?

ভারত সরকার ভারতীয় মুদ্রা কে আরো বেশি নিরাপত্তা যুক্ত করতে এবং জাল নোট বাজারে ব্যবহার করা রোধ করার জন্য মূলত মহাত্মা গান্ধী সিরিজের নোট চালু করেছিলেন। যে নোটগুলির সামনের দিকে থাকে জাতির পিতা অর্থাৎ মহাত্মা গান্ধীর প্রতিকৃতি এবং বিপরীত দিকে থাকে সাংস্কৃতিক মোটিভের মতো কিছু বৈশিষ্ট্য।

সেই নিয়মকে মূলত অব্যাহত রেখেই নতুন যে 50 টাকার নোট ভারতীয় রিজার্ভ ব্যাংক আনতে চলেছে, সেখানেও সামনের দিকে মহাত্মা গান্ধীর ছবি থাকবে এবং পেছনদিকে দেশের সাংস্কৃতিক মোটিভের কিছু বৈশিষ্ট্য থাকবে। শুধুমাত্র নোটে পরিবর্তন হবে প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের স্বাক্ষর এবং সেখানে বসবে রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা স্বাক্ষর।

নতুন নোট বাজারে আপনি পুরনো নোটের কি হবে ?

নতুন নোট বাজারে আসলেও রিজার্ভ ব্যাংকের পূর্ববর্তী গভর্নর শক্তি কান্ত দাসের সাক্ষরিত যে 50 টাকার নোটগুলি ছিল সেগুলি বৈধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। অবশ্য যে নোটগুলি ব্যাংকে জমা পড়বে সেগুলি আর ব্যাংক থেকে দেওয়া হবে না ব্যাংক থেকে দেওয়া হবে নতুন গভর্নরের স্বাক্ষরিত 50 টাকার নোট। অর্থাৎ বলতে গেলে পূর্ববর্তী গভর্নর শক্তি কান্ত দাস এবং বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা উভয়েরই স্বাক্ষরিত নোট বর্তমানে ভারতীয় বাজারে চালু থাকবে।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment