New Chief Minister in Delhi: দিল্লিতে নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন কে ? প্রকাশ্যে এলো এই 5 জনের নাম

By Akash Mondal

Published On:

Follow Us
New Chief Minister in Delhi: দিল্লিতে নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন কে ? প্রকাশ্যে এলো এই 5 জনের নাম

New Chief Minister in Delhi: রাজধানী শহর দিল্লিতে সম্প্রতি হয়ে গেল বিধানসভা নির্বাচন এবং এক বড় মার্জিন এর ভিত্তিতে কেজরিওয়ালের আম আদমি পার্টিকে পরাজিত করে বিপুল ভোটে জয়যুক্ত হলো ভারতীয় জনতা পার্টির গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনের গণনার প্রথমদিকে বেশ ভালোভাবেই আমার বি পার্টির সঙ্গে ভারতের জনতা পার্টির টক্কর চলছিল কিন্তু পরে বেশ অনেকটাই মার্জিত ভিত্তিতে আম আদমি পার্টিকে হারিয়ে দিল্লির প্রধানমন্ত্রী পদে বসতে চলেছে বিজেপির লড়াকু নেতারা।

সেখানে বহু ভোটে কংগ্রেসও রয়েছে পিছিয়ে। পিছিয়ে রয়েছে কালকাজিতে মুখ্যমন্ত্রী অতিশী। এবং একের পর আসোনি এগিয়ে জয় যুক্ত হলো গেরুয়া শিবির। এখন সবার মনে একটাই প্রশ্ন যে, গেরুয়া শিবির এবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে কাকে বসাতে চলেছে।

সেই প্রশ্নের উত্তরে বলে রাখি যে, আপাতত মোট 5 জন নেতার নাম উঠে আসছে দিল্লির সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদে বসার জন্য। কে এই পাঁচজন ? সেই সম্পূর্ণ প্রশ্নের উত্তরেই আমাদের আজকের এই প্রতিবেদনটা। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন । তাহলে দেখে নেওয়া যাক এবার সম্পূর্ণ বিষয়টা।

Read More: এবার বদলাবে রাজ্যের অর্থনীতি কেননা রাজ্যে তৈরি হতে চলেছে শিল্প পার্ক

দিল্লির মুখ্যমন্ত্রী হতে পারেন এই 5 জন এর মধ্যে কেউ :

1.রমেশ ভাদুড়ী : দিল্লির কালাকাজি বিধানসভা কেন্দ্রে দুই হাইপ্রোফাইল ব্যক্তির মধ্যে লড়াই একদম চোখে দেখার মতো ছিল। সেখানে লড়ছিল আম আদমি পার্টির অতিথি মারলেনা এবং ভারতীয় জনতা পার্টির রমেশ ভাদুড়ি।

প্রথম দিকে এখানে বেশ অনেকটাই পৃথিবী ছিলেন আম আদমি পার্টির অতিথি মারলেনা এবং সেখানে এগিয়েছিলেন গুর্জন নেতা হিসেবে যথেষ্ট জনপ্রিয় রমেশ ভাদুড়ি। পরবর্তীকালে তিনি সেখানে জয়ীও হয়েছেন । তিনি এখন দিল্লির বিজেপি নেতাদের মধ্যে অত্যন্ত পরিচিত একটি মুখ। মূলত তার জন্যেই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি বেশ অনেকটা এগিয়ে রয়েছেন।

2.স্মৃতি ইরানি : এখন থেকে প্রায় 6 বছর আগে অর্থাৎ 2019 সালের লোকসভা নির্বাচনে আমেঠিতে কংগ্রেসের অতি পরিচিত মুখ রাহুল গান্ধীকে পরাজিত করে শক্তিশালী এক রাজনৈতিক নেত্রী রূপে আবির্ভূত হয়েছিলেন এই স্মৃতি ইরানি । এমনকি দিল্লির লোকসভা ভোটে গান্ধী পরিবারের কিশোরীলাল শর্মার কাছে হেরে গিয়ে ইরানি দিল্লি ভোটে লড়েছিলেন এবং জয়যুক্ত হয়েছেন। সেতরাং তার দিকেও এবার খানিকটা নজর দিতে চলেছে ভারতীয় জনতা পার্টি, দিল্লির প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে।

  1. প্রবেশ বর্মা : প্রবেশ বর্মা হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার পুত্র। তিনি দিল্লিতে সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এর বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে লড়েছেন এবং সেখানে তাকে এক বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। মূলত তার ফলে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দেওরে তিনি বেশ অনেকটাই এগিয়ে রয়েছেন। এর আগে শেষ তিনটি বিধানসভা নির্বাচনে ওই আসন থেকে অরবিন্দ কেজরিওয়াল জিতেছিলেন কিন্তু এবার আর সেটা হলো না।

4.দুষ্মন্ত গৌতম : বর্তমানে দিল্লিতে বিজেপির এক অতি জনপ্রিয় এবং পরিচিত নেতা হলেন দুষ্মন্ত গৌতম। সেখানে দলিত নেতা হিসেবে তিনি বেশ অনেকটাই জনপ্রিয়। চলতি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির বিশেষ রবি কে করোল বাগ থেকে হারিয়ে জয়যুক্ত হয়েছেন তিনি। যদি ভোট দখলের জন্য দলিতদের দিকে নজর রাখতে হয় বিজেপির তাহলে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নথিভুক্ত হতে পারেন। বলে অনুমান করা হচ্ছে।

5.বাঁসুরি স্বরাজ : ইনি হলেন প্রাক্তন মন্ত্রী সুষমা স্বরাজ্যের কন্যা। তিনি এবারই প্রথমবার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন এবং বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। অটল বিহারী বাজপেয়ি এবং লাল কৃষ্ণ আডবানির আসনে লড়াই করে তিনি নিজেকে একজন হাইপ্রোফাইল বিজেপি নেত্রী হিসেবে সবার কাছে প্রমাণিত করেছেন। মূলত তার জন্যে উনার হাতেও এবার দিল্লির মুখ্যমন্ত্রীর আসন আসতে পারে।

তবে ওপরে যে সমস্ত ব্যক্তির কথা আমরা আলোচনা করলাম যে তারা দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারে। কিন্তু এদের মধ্যে সঠিক কে মুখ্যমন্ত্রী হবেন পরবর্তীকালে সেটা কিন্তু নির্ভর করছে শুধুমাত্র বিজেপির হাই কমান্ডের ওপরে। পরবর্তীকালে যে কোনো রকম আপডেট এলে আমরা সবার আগে আপনাদের কাছে সেটা তুলে দেওয়ার চেষ্টা করব।

Akash Mondal

আকাশ মণ্ডল! wbjobhunt.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment