VI Recharge Plan : VI এর নতুন প্ল্যানে গ্রাহকদের জন্য থাকছে একগুচ্ছ সুবিধা। কমবে রিচার্জ এর প্ল্যান

By Sudipta Dalapati

Published On:

Follow Us
VI Recharge Plan : VI এর নতুন প্ল্যানে গ্রাহকদের জন্য থাকছে একগুচ্ছ সুবিধা। কমবে রিচার্জ এর প্ল্যান

VI Recharge Plan: সম্প্রতি ভোডাফোন ইন্ডিয়া অর্থাৎ VI টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর নির্দেশিকা অনুসারে অত্যন্ত সাশ্রয়ী মূল্যের কয়েকটি রিচার্জ প্ল্যান এর সূচনা করেছেন। এই সমস্ত কম মূল্যের প্ল্যান তৈরি করার মূল উদ্দেশ্যটাই হলো যে, যে সমস্ত ব্যক্তিরা শুধুমাত্র কলিং এর জন্য রিচার্জ এর করে থাকেন, কোনো রকম ইন্টারনেট অর্থাৎ ডেটা এর প্রয়োজন নেই, তাদের জন্য। VI এর এই নতুন প্লানগুলি মূলত সেকেন্ডারি সিম কার্ড অথবা বাড়ির বৃদ্ধ মানুষদের পক্ষে অত্যন্ত দরকারি, যাদের বাড়িতে Wi-Fi এর সুবিধা আছে। চলুন তাহলে সমস্ত তথ্যটা দেখে নেওয়া যাক বিস্তারিত।

VI এর নতুন 365 দিনের রিচার্জ প্ল্যান :

যে সমস্ত ব্যক্তিরা এক দীর্ঘ মেয়াদী রিচার্জ প্ল্যান এর খোঁজ করছিলেন, মূলত তাদের জন্য VI 365 দিনের একটি বিশেষ প্ল্যান নিয়ে চলে এসেছে। সেই রিচার্জ প্ল্যান এর সুবিধা গুলি হল –

  • এই রিচার্জ প্ল্যান এর ভ্যালিডিটি থাকবে 365 দিন।
  • থাকছে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা।
  • ফ্রি রোমিং-এর সুবিধা পাওয়া যাবে এই রিচার্জ প্ল্যানে।
  • মোট 3600টি ফ্রি এসএমএস এর সুবিধাও থাকছে এই প্ল্যানে।
  • এই প্ল্যানটি একবার রিচার্জ করলে সেই ব্যক্তিকে সারা বছর আর রিচার্জ এর কোনো রকম চিন্তায় থাকতে হবে না। মূলত সেকেন্ডারি সিম ব্যবহারকারীদের জন্য এটা খুবই উপকারী একটি রিচার্জ প্ল্যান।

Read More: এবার সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পাবে হকাররা

VI এর 84 দিনের রিচার্জ প্ল্যান :

যে সমস্ত ব্যক্তিরা একবারে 3 মাসের রিচার্জ সস্তায় করাতে চান, তাদের জন্য VI এর 84 দিনের এই রিচার্জ প্ল্যানটি অতি সুবিধাজনক এবং সাশ্রয়ী। এই রিচার্জ প্ল্যান এর সুবিধা গুলি হল –

  • 84 দিনের বৈধতা যুক্ত থাকছে এই প্ল্যান।
  • থাকবে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা।
  • 900টি এসএমএস এবং ফ্রি রোমিংয়ের সুবিধা।

ঠিক কেনো VI এর এই নতুন পদক্ষেপ এতটা গুরুত্বপূর্ণ ?

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) সম্প্রতি দেখে সমস্ত টেলিকম সংস্থাগুলিকে কড়াভাবে নির্দেশ দিয়েছে যে, দেশের সমস্ত গ্রাহকদের জন্য অতি কম খরচে রিচার্জের বিকল্প প্ল্যান চালু করতে হবে। মূলত যে সমস্ত ব্যক্তিরা ইন্টারনেট ব্যবহার করেন না শুধুমাত্র কলিং এর জন্য সিম কার্ড ব্যবহার করেন তাদের কথা মাথায় রেখে এই সমস্ত রিচার্জে প্ল্যান আনতে হবে সমস্ত টেলিকম সংস্থা কে । মূলত তার জন্য VI এর এই নতুন প্ল্যান গুলি সেই নির্দেশ অনুসারী তৈরি করা হয়েছে, যাতে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান ব্যবহার করতে পারে।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment