LPG Gas Subsidy: এবার থেকে যেকোনো ব্যক্তি ঘরে বসেই নিজের হাতে থাকা ওই মোবাইল ফোনটা দিয়ে খুব সহজেই চেক করে নিতে পারবে রান্নার এলপিজি গ্যাসের ভর্তুকি টাকার স্ট্যাটাস। কেননা রান্নার গাছে ভর্তুকি পেতে সকলেই বেশ আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকে।
বিশেষ করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিজীর উদ্যোগে তৈরি করা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে রান্নার এলপিজি গ্যাসের ভর্তুকের পরিমাণ 300 টাকা। মূলত তাদের জন্য এটা একটা দারুণ সুখবর হতে পারে। এই রান্নার গ্যাসের ভর্তুকি টাকা ছড়াছড়ি কেন্দ্রীয় সরকার গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। কিন্তু এবার থেকে মোবাইলের মাধ্যমে চেক করা যাবে এই ভর্তুকের স্ট্যাটাস অর্থাৎ কবে আপনার রান্নার গ্যাসের ভর্তুকি আপনি পাচ্ছেন সেটা । তাহলে দেরি না করে দেখে নিন সম্পূর্ণ বিষয়টা।
কিভাবে চেক করবেন রান্নার এলপিজি গ্যাসের ভর্তুকি টাকার স্ট্যাটাস ?
রান্নার এলপিজি গ্যাসের ভর্তুকীর স্ট্যাটাস চেক করার জন্য গ্রাহকদের চলে যেতে হবে এলপিজি গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইট www.mylpg.in তে। সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে নিজের 17 সংখ্যার LPG গ্যাসের আইডি নাম্বারটি লিখতে হবে। আইডি নাম্বার লেখার পর আপনাদের কি আপনার গ্যাসের Distributor নির্বাচন করতে হবে অর্থাৎ আপনি Bharat, Indane নাকি HP কোম্পানির এলপিজি গ্যাস ব্যবহার করছেন সেটা বেছে নিতে হবে।
সেটা হয়ে গেলে পরের পেজে আপনাদেরকে গ্যাসের বুকিং এর কিছু তথ্য আপলোড করতে হবে এবং শেষে কাপটা পূরণ করতে হবে। সেটা দেওয়ার পর সাবমিট করে দিলেই আপনি দেখতে পাবেন আপনার রান্নার এলপিজি গ্যাসের ভর্তুকীর স্ট্যাটাস। যে কোন রকম সমস্যা হলে অবশ্যই এলপিজি গ্যাসের অফিশিয়াল হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন।
প্রয়োজনীয় সাহায্যের জন্য এলপিজি গ্যাসের হেল্প লাইন নম্বর :
আপনার ওপরে উল্লেখিত যে কোনো রকম কাজ করতে কিংবা এলপিজি গ্যাস সম্বন্ধিত যেকোনো রকম কিছু তথ্য জানার ইচ্ছে হলে নিচে দেওয়া এই নাম্বারে কল করে আপনারা খুব সহজে সেটা দেখে নিতে পারবেন। নম্বরটি হল –