New Scholarship : 2 লক্ষ টাকা স্কলারশিপ পাবে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা। দেখুন কিভাবে আবেদন করবেন

By Akash Mondal

Published On:

Follow Us
New Scholarship : 2 লক্ষ টাকা স্কলারশিপ পাবে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা। দেখুন কিভাবে আবেদন করবেন

New Scholarship: দেশের সমস্ত উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য নতুন একটা স্কলারশিপ প্রোগ্রামের খবর নিয়ে আসলাম আজকে আমরা। কেননা ছাত্রীরাই হলো দেশের একমাত্র ভবিষ্যৎ।

আর এই সমস্ত ছাত্র-ছাত্রীদের শিক্ষাতে আর্থিক দিক থেকে যাতে কোনো রকম বাধা-বিপত্তি না আসে, তার জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা বিভিন্ন সময়ে দেশের এবং রাজ্যের শিক্ষার্থীদের বিভিন্ন রকম স্কলারশিপ প্রদান করে থাকে। আর এই রকমই নতুন একটি স্কলারশিপ হল Life’s God স্কলারশিপ প্রোগ্রাম। চলুন তাহলে সমস্ত বিস্তারিত বিবরণ টা দেখে নেওয়া যাক এই স্কলারশিপ সম্বন্ধে।

কোন সংস্থা দিচ্ছে এই স্কলারশিপ ?

এই নতুন স্কলারশিপ টি প্রদান করছে দেশের অন্যতম একটি বৃহত্তর টেকনোলজি সংস্থা LG ।

কত টাকা বৃত্তি দেওয়া হবে এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ?

LG কোম্পানি তরফ থেকে উচ্চ মাধ্যমিক উত্তেজিত শিক্ষার্থীদের স্কলারশিপ এর পরিমাণ ভিন্ন ভিন্ন রকমের রয়েছে। সেগুলি হল –

স্নাতক কোর্স : স্নাতক করছে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করবেন তাদেরকে মোট টিউশন ফি এর 50% যেটা সর্বাধিক হতে পারে 1 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে বৃত্তি হিসেবে।

স্নাতকোত্তর কোর্স : স্নাতকোত্তর করছে পাঠরত শিক্ষার্থীদের মোট টিউশন ফি এর 50%, এটা সর্বাধিক হতে পারে 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে বৃত্তি হিসেবে।

Read More: 10 বছর পর থাকবে না এই 5টি চাকরি

আবেদনের জন্য যোগ্যতা কি কি প্রয়োজন এই স্কলারশিপ প্রোগ্রামে ?

LG কোম্পানির তরফ থেকে দেওয়ার এই স্কলারশিপ প্রোগ্রামের আবেদন করতে হলে শিক্ষার্থীদের বেশ কিছু যোগ্যতা সম্পন্ন হতে হবে। সেগুলি হলো –

  • আবেদনকারীকে ন্যূনতম 60% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে স্নাতক কোর্সে পাঠরত শিক্ষার্থীদের ক্ষেত্রে।
  • আবেদনকারী শিক্ষার্থীকে ন্যূনতম 60% নম্বর নিয়ে স্নাতক পাস থাকতে হবে স্নাতকোত্তর কোর্সে পাঠরত শিক্ষার্থীদের ক্ষেত্রে।
  • আবেদনকারী শিক্ষার্থীর বার্ষিক আয় তথা ইনকাম হতে হবে 8 লক্ষ টাকার কম।
  • বিশেষত মহিলা শিক্ষার্থীদের এখানে বিশেষভাবে আগ্রাধিকার দেওয়া হবে।
  • LG এবং Buddy4Study ওয়েবসাইটে কর্মরত পরিবারদের সদস্যরা এই স্কলারশিপ এর সুবিধা নিতে পারবে না ।

কোন কোন ডকুমেন্টস প্রয়োজন এখানে আবেদন করতে হলে শিক্ষার্থীদের ?

এখানে আবেদন করতে হলে শিক্ষার্থীদের প্রয়োজন নিচে উল্লেখিত সমস্তরকম ডকুমেন্টস এর –

  • শিক্ষার্থীর আধার কার্ড
  • দ্বাদশ শ্রেণীর রেজাল্ট
  • IT রিটার্ন ফাইল
  • পারিবারিক আয়ের শংসাপত্র
  • কলেজে ভর্তি হওয়ার রশিদ
  • স্যালারি স্লিপ
  • 1 কপি পাসপোর্ট সাইজের ছবি
  • মোবাইল নাম্বার
  • বৈধ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস্
  • স্নাতক পাস সার্টিফিকেট
  • ইমেইল আইডি ইত্যাদি।

কিভাবে আবেদন করতে হবে এখানে ?

শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে হবে সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে। তার জন্য চলে যেতে হবে Buddy4Study এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে Life’s Good Scholarship এর ব্যানারে ক্লিক করতে হবে। তারপর সেখানে তারা দেখতে পাবে Apply Now বাটন।

সেখানে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে সবার। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিয়ে ব্যক্তিগত সমস্ত রকম তথ্য সহকারে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। শেষে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস কে স্ক্যান করে আপলোড করে দিয়ে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

কি কি বিশেষ সুবিধা রয়েছে এই স্কলারশিপে ?

এই স্কলারশিপ প্রোগ্রাম এর মাধ্যমে মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করা হবে, যেটা তাদের পড়াশুনাতে বিশেষ সাহায্য করবে। মহিলাদের বিশেষ করে আগ্রাধিকার দেওয়া হবে স্কলারশিপ। কোনো রকম অফলাইন আবেদনের ঝামেলা এখানে নেই, সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে। শিক্ষার্থীরা মোট টিউশন ফি এর 50% এখানে তারা পেয়ে যাবে। সুতরাং আমরা মনে করছি LG কোম্পানি তরফ থেকে এই Life’s God স্কলারশিপ টি একটি দারুণ উদ্যোগ দেশের প্রতিটা দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে। সুতরাং অবশ্যই এখানে আবেদন করবেন।

Akash Mondal

আকাশ মণ্ডল! wbjobhunt.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment