Laxmi Bhandar : আর মাত্র কয়েকটা মাস পরেই লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের আগেই রাজ্যের একটি অতি জনপ্রিয় প্রকল্পের ভাতার পরিমাণ বাড়তে চলেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন ? সত্যি , আগামী লোকসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভান্ডারের ভাতার পরিমাণ বাড়তে চলেছে।
সরকারি সূত্রের খবর অনুযায়ী, 2026 সালে হতে চলেছে আগামী লোকসভা নির্বাচন। মূলত তার জন্য বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা। এই প্রকল্পে এখন বর্তমানে 1000 টাকা এবং 1200 টাকা পর্যন্ত ভাতা দেওয়া হয় বাংলার মা বোনেদের। কত টাকা বাড়ানো হতে পারে এই প্রকল্পের ভাতা ? কবে থেকে বাড়বে এই প্রকল্প ? সমস্ত রকম বিবরণ জেনে নিন আমাদের আজকের এই প্রতিবেদনে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প :
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2021 সালে শুরু হয়েছিল কালজয়ী প্রকল্প “লক্ষ্মীর ভান্ডার প্রকল্প” (Likhir Vander Prokolpo) । যার মাধ্যমে রাজ্যের 25 থেকে 60 বছরের নারীদের সাময়িক উন্নয়ন এবং অগ্রগতি ছিল মূল উদ্দেশ্য। কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই রাজ্যের মহিলাদের নারী শিক্ষা ও নারী স্বনির্ভরতার দিক থেকে আরো বেশি শক্তপোক্ত করতে চেয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই কয়েক লক্ষ মহিলা নিজেদের জীবনযাত্রায় সফলভাবে এগিয়ে যাতে সক্ষম হয়েছেন। প্রথম যখন এই প্রকল্পটি চালু হয় তখন 500 টাকা এবং 1000 টাকা দেওয়া হয়। পদে 2024 এর সেই টাকার পরিমাণ করা হয় 1000 টাকা এবং 1200 ।
Read More: আবাস যোজনার দুর্নীতি রোধ করার জন্য কঠিন পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী
নতুন বছরে সরকারের নতুন পদক্ষেপ ?
2026 সালে হতে চলেছে আগামী লোকসভা নির্বাচন। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধি পাওয়ার পাওয়ার একটি ওপর প্রবল সম্ভবনা রয়েছে। 2021 সালে লোকসভা নির্বাচনের জন্য প্রায় 29 লক্ষ 10 হাজার মহিলার ভোট জমা পড়েছিল ।
মূলত গ্রামবাসী মহিলাদেরই ভোট এখানে বেশি বেশি করে পড়েছে লক্ষী ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য। মূলত তার জন্যই আগামী লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে যে ভাতা প্রদান করে থাকেন তার পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে দিয়ে 1500 টাকা এবং 1200 থেকে থেকে বাড়িয়ে দিয়ে 2000 টাকা করতে চলেছেন।