Madhyamik Admit Card Date 2025: কোনরকম ভুল ভ্রান্তি হলে মাধ্যমিকে এডমিট কার্ড কারেকশন করবেন কিভাবে, রইল বিস্তারিত

By Sudipta Dalapati

Published On:

Follow Us
Madhyamik Admit Card Date 2025: কোনরকম ভুল ভ্রান্তি হলে মাধ্যমিকে এডমিট কার্ড কারেকশন করবেন কিভাবে, রইল বিস্তারিত

Madhyamik Admit Card Date 2025 : চলতি বছর অর্থাৎ 2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাত্র 1 মাস বাকি। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী 10ই ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে 22শে ফেব্রুয়ারিতে। যেহেতু আর মাত্র হাতে কোন কয়েকটা দিন পরই মাধ্যমিক পরীক্ষা, তার জন্য প্রতিটা পরীক্ষার অবশ্যই জানা উচিত যে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড তারা হাতে কবে পাবে। তাদের জন্য বলে রাখি, পর্ষদের নির্দেশ অনুসারে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড ছাত্র-ছাত্রীদেরকে দেওয়া শুরু হবে আগামী 30শে জানুয়ারি তারিখ থেকে।

আগামী 3 থেকে 5 ফেব্রুয়ারি এর মধ্যে স্কুল থেকে হাতে পেতে পারেন আপনার পরীক্ষার অ্যাডমিট কার্ড, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে, যেহেতু সরস্বতী পূজো আসতেও আর খুব বেশি সময় নেই এবং প্রতিটা স্কুল এই সরস্বতী পূজো অত্যন্ত শ্রদ্ধার সহিত ধুমধাম করে পালন করা হয়, তার জন্য অবশ্যই স্কুল কর্তৃপক্ষর কাছ থেকে ঠিক কবে থেকে অ্যাডমিট কার্ডটা ওনারা দেবেন সেটা একবার জেনে নেওয়া দরকার।

Read More: মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে আবেদন করলে পাবেন 25,000 টাকা

মাধ্যমিক অ্যাডমিট কার্ড কারেকশন 2025 :

যদি অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর যেকোনো রকম ভুল ভ্রান্তি ধরার পরে তাহলে আপনাকে আগামী 6ই ফেব্রুয়ারির মধ্যে স্কুল কর্তৃপক্ষের কাছে সেটা জানাতে হবে। এরপর সেটা সংশোধনের জন্য পুনরায় পাঠানো হবে পর্ষদে। 6ই ফেব্রুয়ারির পর কিন্তু আর কোন ভাবেই অ্যাডমিট কার্ড সংশোধন করা যাবে না।

এই মাধ্যমিক পরীক্ষা হলেও প্রতিটা শিক্ষার্থীর জীবনে প্রথম সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ বোর্ডের পরীক্ষা। সুতরাং কোনরকম গুজবে কান না দিয়ে সঠিক সময়ে নিজের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহযোগে পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে যাবে । পরীক্ষার পর আর্টস, কমার্স নাকি সাইন্স নেবে সেটাও নিজের ওপরেই নির্ভর করছে তোমাদের। সুতরাং অন্য কারোর কথাতে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করবেন না। এছাড়াও পরীক্ষাতে কোনো রকম ইলেকট্রনিক জিনিস নিয়ে আপনারা কোনো ভাবে প্রবেশ করবেন না, এটা ধরা পড়লে কিন্তু আপনার পরীক্ষার খাতাও হয়তো বাতিল করা হতে পারে পর্ষদের অফিসারদের তরফ থেকে।

Sudipta Dalapati

আমি সুদিপ্ত দলপতি wbjobhunt.com এই বাংলা নিউজ সাইট এর ওনার যেখানে - ট্রেন্ডিং খবর, শিক্ষার খবর, চাকরির খবর, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্পের খবর পাঠকদের কাছে পৌঁছে দিই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment