RRB Job Recruitment 2025 : ভারতীয় রেলে 14 ধরনের পদে কর্মী নিয়োগ, 06 ফেব্রুয়ারির মধ্যে আবেদন করুন

By Goutam Mondal

Published On:

Follow Us
RRB Job Recruitment 2025 : ভারতীয় রেলে 14 ধরনের পদে কর্মী নিয়োগ, 06 ফেব্রুয়ারির মধ্যে আবেদন করুন

RRB Job Recruitment 2025 : সম্প্রতি ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ RRB এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যেই বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে 14 ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে আবেদন জানাতে পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্য থেকে যে কোনো যোগ্য চাকরিপ্রার্থী।

আপনারা আমাদের আজকের এই প্রতিবেদনে RRB এর তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির সমস্ত খুঁটিনাটি তথ্য অতি সহজ সরল ভাবে দেখতে পাবেন। যেটা এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে । চলুন তাহলে সমস্ত বিষয়টা দেখে নেওয়া যাক –

Job Overview for RRB Job Recruitment 2025

নিয়োগকারী সংস্থাভারতীয় রেল
পোস্ট তারিখ10.01.2025
পদের নাম14 ধরনের পদ
মাসিক বেতনসর্বনিম্ন 19,900 টাকা
মোট শূন্যপদ1036 টি শূন্যপদ
আবেদনের শেষ তারিখ06.02.2025

নিয়োগকারী সংস্থা (Selection Process) : আমরা এই প্রতিবেদনে যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করেছি, এটি প্রকাশিত হয়েছে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ RRB এর তরফ থেকে।

Read More: দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ

পদের নাম (Post Name) :

RRB এ তরফ থেকে মোট 14 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। সেগুলি হল –

  • প্রাইমারি শিক্ষক
  • ট্রেইন্ড গ্রাজুয়েট শিক্ষক
  • পোস্ট গ্রাজুয়েট শিক্ষক
  • সাইন্টিফিক সুপারভাইজার
  • পাবলিক প্রসিকিউটর
  • মুখ্য আইন সহকারি
  • ফিজিকাল ট্রেনিং ইনস্ট্রাকটর
  • পাবলিসিটি ইন্সপেক্টর
  • অনুবাদক
  • সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট
  • ওয়েলফেয়ার ইন্সপেক্টর
  • লাইব্রেরিয়ান
  • সহকারি শিক্ষক এবং
  • ল্যাব সহকারি

Eligibility Criteria for RRB Job Recruitment

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

ওপরে উল্লেখিত প্রতিটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন রকমের রয়েছে। তবে ন্যূনতম স্নাতক পাশ থেকে এখানে আবেদন জানানো যাবে। বিস্তারিত জানতে হলে আপনাদের অফিসিয়াল নোটিশটি একবার দেখে নিতে হবে।

বয়স কত প্রয়োজন (Age Criteria) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 48 বছরের মধ্যেই। কিন্তু সরকারিভাবে যেহেতু এই নিয়োগটি করা হচ্ছে, তার জন্য সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ছাড় পেয়ে থাকবে।

চাকরি প্রার্থীদের মাসিক বেতন (Monthly Salary) :

এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীরা নিযুক্ত হবেন তাদেরকে প্রতি মাসে 19,900 টাকা থেকে 47,600 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

মোট 1036টি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।

কিভাবে আবেদন করবেন (Application Process for RRB Job) :

চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে হবে এখানে। তার জন্য সরাসরি চলে যেতে হবে চাকরিপ্রার্থীদের RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে আগে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ইউসার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি যাবতীয় চমৎকার রকম তথ্য দিয়ে পূরণ করে ফেলতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর সেখানে অ্যাপ্লিকেশন কি পেমেন্ট করে দিতে। পেমেন্ট হয়ে যাওয়ার পর একবার আপনার আবেদনটি পুনর্বার চেক করে নিয়েছি অ্যাডমিট করে দিলে সেটি সম্পূর্ণ হবে।

Read More: মাধ্যমিক পাশে রিসার্চ অ্যাসোসিয়েট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

প্রতিক্ষেত্রে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য (Application Fee) :

এখানে UR,OBC,EWS শ্রেণীর প্রার্থীদের জন্য 500 টাকা এবং SC, ST, PWD, Ex-Serviceman এবং মহিলাদের জন্য 250 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে।

Important Dates

আবেদন শুরু07.01.2025
আবেদন শেষ06.02.2025
আবেদন মূল্য জমা করার শেষ তারিখ 09.02.2025
আবেদনপত্র সংশোধন করার শেষ তারিখ09.02.2025 থেকে 18.02.2025

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশDownload Pdf

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment