Tata Memorial Centre Job Notification 2025 : টাটা মেমোরিয়ালে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে আবেদন করুন

By Goutam Mondal

Published On:

Follow Us
Tata Memorial Centre Job Notification 2025 : টাটা মেমোরিয়ালে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে আবেদন করুন

Tata Memorial Centre Job Notification 2025: টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে আবারও প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যেই বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় চুক্তির ভিত্তিতে টেকনিশিয়ান নিয়োগ করা হবে। যেখানে আবেদন জানাতে পারবে দেশের সমস্ত রাজ্য থেকে যোগ্য চাকরি প্রার্থীরা। আজকে আপনারা আমাদের এই প্রতিবেদনে টাটা মেমোরিয়াল সেন্টারে তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির সমস্ত রকম তথ্য অতি সহজ সরলভাবে দেখতে পাবেন। যেটার সাহায্যে আপনারা খুব সহজেই এখানে আবেদন জানাতে পারবেন।

Tata Memorial Centre Job Overview

নিয়োগকারী সংস্থাTata Memorial Centre
পদের নামটেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতাউচ্চ মাধ্যমিক পাস
নিয়োগ পদ্ধতিইন্টারভিউ
ইন্টারভিউ এর তারিখ07.01.2025

Eligibility Criteria for Tata Memorial Centre Job

পদের নাম (Post Name) :

TMC এর তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি অনুচারে নিয়োগ করা হচ্ছে “টেকনিশিয়ান” পদে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এই টেকনিক্যাল পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার হার্ডওয়ার কিংবা নেটওয়ার্কিং সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে কমপক্ষে 1 বছরের। অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স (Age Limit) :

এই পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে।

মাসিক বেতন (Monthly Salary) :

টেকনিশিয়ান পদে নিযুক্ত প্রার্থীরা প্রতিমাসে 24,850 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

মোট 1টি পদেই এখানে কম্পিউটার টেকনিশিয়ান নিয়োগ করা হবে।

কাজের সময়কাল (Work Time Duration) :

চাকরিপ্রার্থীদের মোট 6 মাসের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। পরবর্তীকালে প্রয়োজন অনুযায়ী এই সময়টা বাড়ানো হতে পারে।

Read More: মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগ

সম্পূর্ণ আবেদন পদ্ধতি (Application Process) :

এখানে চাকরিপ্রার্থীদের আলাদাভাবে কোনো রকম আবেদনের প্রয়োজন নেই। সরাসরি ওয়াকিং ইন্টারভিউ এর মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য একটি নিজের বায়োডাটা এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে ইন্টারভিউ দিতে যাওয়ার সময়। এর পাশাপাশি ডকুমেন্টস হিসেবে থাকবে আবেদনকারীর আধার কার্ড, প্যান কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ইত্যাদি।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ওয়াকিং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়ম করা হবে।

ইন্টারভিউ এর তারিখ (Interview Date) :

Tata Memorial Centre এর তরফ থেকে যে চাকরির বিজ্ঞপ্তি কে প্রকাশিত, সেখানে টেকনিশিয়ান পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে আগামী 07.01.2025 তারিখে সকাল 10 থেকে।

ইন্টারভিউ এর স্থান (Interview Place) :

ইন্টারভিউ দিতে চাকরি প্রার্থীদের যেতে হবে, নিচে উল্লেখিত ঠিকানায় –

3rd Floor
Khanolkar Shodhika
TMC-ACTREC, Sec 22
Kharghar, Navi Mumbai – 410210

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link) :

অফিসিয়াল ওয়েবসাইটClick Here

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment