Airport Authority of India Recruitment 2025 : মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

By Goutam Mondal

Updated On:

Follow Us
Airport Authority of India Recruitment 2025 : মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

Airport Authority of India Recruitment: সম্প্রতি AAI অর্থাৎ Airport Authority of India এর তরফ থেকে প্রকাশিত হয়েছে আবারও একটি চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 89 টি শূন্যপদে Junior Assistant পদে নিয়োগ করা হবে।

যেখানে আবেদন জানাতে পারবে রাজ্যের 23টি রাজ্য থেকে যেকোনো যোগ্য চাকরিপ্রার্থী । আমরা এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত সমস্ত রকম তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেটা আপনাদের এখানে আবেদনের ক্ষেত্রে সমস্ত রকম ভাবে সহায়তা করবে।

আবেদন শুরু30.12.2024
পদের নামJunior Assistant
মোট কতগুলি শূন্যপদ89 টি শূন্যপদ
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ28.01.2025

Eligibility Criteria for Airport Authority of India Recruitment:

এয়ারপোর্ট অথরিটিতে আবেদন করার জন্য প্রার্থীদের কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি আছে, আবেদনকারীর বয়স সীমা কত হতে হবে এবং মোট শূন্য পদ কত আছে এই সমস্ত তথ্য নিচে আলোচনা করা হলো।

কোন পদে নিয়োগ হবে (Post Name) :

AAI এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে Junior Assistant পদে।

নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) :

Airport Authority of India ।

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এই AAI এর তরফ থেকে Junior Assistant পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাস থাকতে হবে এবং এর পাশাপাশি মেকানিক্যাল ও ফায়ার ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাস থাকতে হবে। সেই সঙ্গে প্রার্থীদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

Read More: কলকাতা ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগ

শারীরিক দক্ষতা (Physical skills):

ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীদের প্রথমে চোখের পরীক্ষা হবে।

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা (Height) 167 সেমি এবং বুকের ছাত্রী ৮১ সেমি চওড়া হতে হবে সেই সঙ্গে ৫৫ কেজির বেশি ওজন হতে হবে।

মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 157 সেমি এবং ওজন 45 কেজি হতে হবে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

আবেদনকারীর বয়সসীমা (Age Criteria) :

এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছর এর হতে হবে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

মোট 89 টি শূন্যপদে এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন (Monthly Salary) :

প্রার্থীদের এক মাসের ট্রেনিং চলাকালীন ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। ট্রেনিং কমপ্লিট করার পর চাকরিপ্রার্থীদের মাসিক ১লাখ টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন (Application Process) :

এখানে অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে। আবেদন করার পদ্ধতি সহ সমস্ত কিছু তথ্য নিচে দেওয়া হয়েছে –

  1. সবার আগে চাকরিপ্রার্থীদের AAI এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
  2. তারপর সেখানে গিয়ে নিজের কিছু বেসিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ।
  3. রেজিস্ট্রেশন হিতে যাওয়ার পর আপনারা পেয়ে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড।
  4. সেটা দিয়ে লগইন পেজে এসে লগইন করে নিতে হবে চাকরিপ্রার্থীদের।
  5. লগইন করে নেওয়ার পর তাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করতে হবে।
  6. পূরণ হয়ে গেলেই পরের পেজে আপনাদেরকে যাবতীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
  7. আপলোড হয়ে যাওয়ার পর পরের পেজে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে দিতে হবে।
  8. তারপরে একবার আপনার আবেদনটিকে পুনর্বার চেক করে নিয়ে সাবমিট করে দিলে সেটি সম্পূর্ণ হবে।

Read More: মহিলারা প্রতিমাসে পাবে 3000 টাকা, এইভাবে আবেদন করুন

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বেছে নেওয়া হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে ।

কত টাকা আবেদন মূল্য দিতে হবে (Application Fee) :

এখানে আবেদন করার জন্য UR, OBC & EWS শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য 1000 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এছাড়া অন্যান্য সকল শ্রেণীর প্রার্থীর জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না।

আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :

এখানে চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবে আগামী 28.01.2025 তারিখ পর্যন্ত ।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment