5 jobs will disappear in 10 years : 10 বছর পর থাকবে না এই 5টি চাকরি, কিন্তু কেনো ?

By Akash Mondal

Published On:

Follow Us
5 jobs will disappear in 10 years : 10 বছর পর থাকবে না এই 5টি চাকরি, কিন্তু কেনো ?

5 jobs will disappear in 10 years: আমাদের এই দেশ ভারতবর্ষ প্রতিমুহূর্তে এত দ্রুতগতিতে টেকনোলজি তথা প্রযুক্তির দিকে অগ্রসর হচ্ছে সে কথা বলায় বাহুল্য। কেননা প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তান ইত্যাদি দেশগুলি এখনো প্রায় সেই 90 দশকে পড়ে রয়েছে। আর এই প্রযুক্তির এত দ্রুত অগ্রগতির কারণে বিশ্বে চাকরির বাজারের ওপরেও পড়বে এর ব্যাপক প্রভাব।

প্রযুক্তির উন্নতির সাথে সাথে বাজারে জন্ম নিচ্ছে নিত্যনতুন নানা ধরনের পেশার চাকরি এবং দিন দিন হারিয়ে যাচ্ছে বেশ কিছু পুরনো পেশার চাকরি। আজকে আমরা এই প্রতিবেদনে আগামী 10 বছরের মধ্যে দেশ থেকে হারিয়ে যেতে পারে এমন কয়েকটি চাকরি সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করেছি। যেটা আপনাদের জেনে নেওয়া অবশ্যই দরকার। চলুন তাহলে সমস্ত বিস্তারিত বিবরণটা দেখে নেওয়া যাক।

ডেটা এন্ট্রি ক্লার্ক (Data Entry Clerk) :

দেশে দিন দিন যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা AI এর স্বয়ংক্রিয় প্রভাব অতি দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে এবং এই AI ব্যবহারে যে কোনো রকমের ডাটা অত্যন্ত দ্রুত ও কোনো রকম ভুল ভ্রান্তি ছাড়াই সঠিকভাবে তুলে ধরা সম্ভব হচ্ছে। যার ফলে অনুমান করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে প্রযুক্তি এমন একটা জায়গায় চলে যাবে যে সেখানে খুব সহজেই AI এই ডেটা এন্টি ক্লার্কের কাজ নিজেই করে দেবে। যার ফলে যে সমস্ত ব্যক্তিরা ডেটা এন্ট্রি ক্লার্ক পদে চাকরি করছেন বা আগামীতে করব বলে ভাবছেন তাদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Read More: উত্তর পূর্ব রেলে শিক্ষানবিশ নিয়োগ

লাইব্রেরি ক্লার্ক (library Clerk) :

দেশের প্রায় সমস্ত লাইব্রেরী তথা গ্রন্থাগারেই দিন দিন ই-বুক এবং ডিজিটাল রিসোর্স ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং ফিজিক্যাল বুক তথা কাগজের বইয়ের ব্যবহার কমে আসছে । এদিকে এই ফিজিক্যাল বই তথা কাগজের বই এর ব্যবস্থাপনার দায়িত্বে থাকে লাইব্রেরী ক্লার্ক।

কিন্তু এই ই-বুক তথা ডিজিটাল রিসোর্সের ব্যবহারের ফলে দিন দিন এই লাইব্রেরী ক্লার্কদের কাজ বেশ অনেকটাই কমে আসছে এবং এটা ই-বুকের মাধ্যমে খুব সহজেই হয়ে যাচ্ছে। তাই বলাই বাহুল্য আগামী কয়েক বছরের মধ্যে লাইব্রেরী ক্লার্কদের চাকরিও যে সংকটের মুখে সে কথা বোঝাই যাচ্ছে।

পোস্টাল সার্ভিস কর্মী (Postal Services Agent) :

এখন থেকে প্রায় 30-40 বছর আগে দেখে কাগজে চিঠি পত্রের আদান প্রদানই ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষদের কাছে। কিন্তু এখন বর্তমানে এই কাগজে চিঠিপত্র তথা ফিজিক্যাল চিঠিপত্রও আর ব্যবহার হয় না বললেই চলে। কেননা এই ফিজিক্যাল ডি ডি পত্রের জায়গা এখন নিয়ে নিয়েছে ইমেইল এবং ডিজিটাল বিভিন্ন সোশ্যাল মিডিয়া।

এখন শুধুমাত্র বিভিন্ন রকম অফিশিয়াল চিঠি এবং ব্যাংক ইত্যাদি চিঠি মানুষের কাছে দেওয়া হয় পোষ্টের মাধ্যমে। যার ফলে অনুমান করা হচ্ছে আগামী 10 থেকে 15 বছরের মধ্যেই দেশে পোস্টাল সার্ভিস কর্মীদের চাকরিও বিলুপ্তির পথে।

ট্রাভেল এজেন্ট (Travel Agent) :

অনলাইনের মাধ্যমেই দেশের বেশিরভাগ ট্রাভেল সংস্থাগুলি নিজেদের হোটেল বুকিং এবং যাত্রার বুকিং প্রক্রিয়া করছে। এখন থেকে কিছু বছর আগেকার মত আর ট্রাভেল এজেন্ট এর প্রয়োজন হচ্ছে না ট্রাভেল এজেন্সিতে বুকিং এর জন্য। কেননা অনলাইনের মাধ্যমে মানুষ খুব সহজেই এবং কোনো রকম এজেন্ট ছাড়াই কম খরচের মাধ্যমে ট্রাভেল বুকিং করতে পারছে। যার ফলে কয়েক বছরের মধ্যে এই ট্রাভেল এজেন্ট পদে যে সমস্ত ব্যক্তিরা কাজ করছেন তাদের চাকরিও আর থাকবে না বলে অনুমান করা হচ্ছে।

উপরে আমরা যে সমস্ত চাকরিগুলির উল্লেখ করেছি সেগুলির ভবিষ্যৎ সংকটের মুখে পড়ে গেছে। সুতরাং আপনারা উপরের যে কোন পদে চাকরি করলে অবশ্যই সেগুলি থাকলেও অন্যান্য যে কোনো আয়ের পথ যতটা দ্রুত সম্ভব খুঁজে বার করুন।

Akash Mondal

আকাশ মণ্ডল! wbjobhunt.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment